এই নায়িকাকে আগামীতে দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি সিনেমায়।
Published : 04 Jun 2024, 10:59 AM
হিন্দি সিনেমার গালে টোল পড়া নায়িকা প্রীতি জিনতাকে ফের সিনেমার পর্দায় দেখার দিন এগিয়ে আসছে।
এই নায়িকাকে আগামীতে দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি সিনেমায়। ইতোমধ্যে শুটিংও শেষ করেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, প্রীতিকে ফের দর্শকদেরে মধ্যে ফিরিয়ে আনার পেছনের মানুষটি হলেন তারকা অভিনেতা আমির খান।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সিনেমা জগতের দুই বন্ধু আমির খান এবং সানি দেওলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রীতি। সিনেমায় প্রীতির বিপরীতে আছেন সানি দেওল, আর আমির প্রয়োজক। এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।
পোস্টে প্রীতি লিখেছেন, “শেষ হল লাহোর ১৯৪৭ ছবির শুটিং। সিনেমার টিমের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সবাই মিলে এত দুর্দান্ত একটা সময় আমাকে উপহার দিয়েছে। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে, ঠিক শুটিং করার সময় আমরা যেভাবে উপভোগ করেছি।”
তবে এই শুটিংকে ক্যারিয়ারের ‘কঠিনতম’ সময় হিসেবেও বর্ণনা করেছেন প্রীতি।
ইনস্টাগ্রামে আরেকটি ভিডিওতে দেখা গেছে 'লাহোর ১৯৪৭' সিনেমার সামান্য ঝলক। শুটিং শেষে কেক কাটার মুহূর্তও আছে ভিডিওতে।
গত বছর অক্টোবরে এ সিনেমার ঘোষণা আসে। চলতি বছরের শুরুর দিকে খবর আসে সিনেমায় ফিরতে রাজি হয়েছেন প্রীতি। সানি ও প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওলসহ অনেকে।
এর আগে প্রীতি বলেছিলেন, অভিনয়ে আসার আগে তিনি গত ছয় বছর ধরে অনেক চিত্রনাট্য পড়েছেন, কিন্তু ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মত আর কোনোটিই তার কাছে আকর্ষণীয় মনে হয়নি।
প্রীতির সর্বশেষ সিনেমা ‘বালাজি সুপারহিট’ মুক্তি পায় ২০১৮ সালে। এর পর ছয় বছরের বিরতির কারণ সম্পর্কে প্রীতির ভাষ্য ছিল, “আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। আমি সন্তানও চেয়েছিলাম। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে বেশি মনোযোগী হতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি।”
সন্তানদের কথা জানিয়ে তিনি বলেন, “এখন আমার বাচ্চারা কিছুটা বড় হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এত অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হত সেই সময়টা হারিয়ে ফেলছি, যা আর ফিরে আসে না।”
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এরপর থেকে বেশিরভাগ সময়ে ব্যবসায়ী স্বামী ও সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেসে থাকেন তিনি।
হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তেলুগু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রীতি।
দীর্ঘ ক্যারিয়ারে ‘কাল হো না হো’, ‘বীর জারা’, দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে তাকে দেখা গেছে। জুটি বেঁধেছেন আমির খান, সালমন খান, শাহরুখ খান, হৃতিক রোশনের মত তারকা অভিনেতাদের সঙ্গে।
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ মেনশন পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।