চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, মাছরাঙায় দেখা যাবে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক।
Published : 31 Mar 2025, 12:08 PM
প্রতিবছরের মত এবারও ঈদুল ফিতরে টেলিভিশন স্টেশনগুলোয় প্রচারিত হবে নতুন নাটক ও টেলিফিল্ম।
চ্যানেল আই, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, মাছরাঙায় দেখা যাবে বেশ কিছু একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম।
ঈদের দিন থেকে শুরু করে কোনো কোনো চ্যানেলে পরবর্তী এক সপ্তাহ ধরে এসব নাটক-টেলিফিল্ম দেখা যাবে। এছাড়া একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক প্রচারের পরিকল্পনা নিয়েছে টেলিভিশন স্টেশনগুলো।
অভিনেতা মোশাররফ করিম, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার চঞ্চল চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী, জান্নাতুল সুমাইয়া হিমিসহ আরও অনেককে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে। এসব নাটক-টেলিফিল্মের খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
চ্যানেল আইয়ে 'মিশন মুন্সীগঞ্জ' ও ‘সামনে সমুদ্র’
ঈদের দিন থেকে পরের সাত দিন চ্যানেল আইয়ে প্রচার হবে প্রায় ১৫টি নাটক ও টেলিফিল্ম। এর মধ্যে ঈদের দিন থেকে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ 'মিশন মুন্সীগঞ্জ'।
আট পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে এই ধারাবাহিকটি।
এছাড়াও রয়েছে ঈদের বিশেষ একক নাটক। চ্যানেল আইয়ের পর্দায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে আবুল হায়াতের পরিচালনায় নাটক ‘সামনে সমুদ্র’।
রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম।
একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘চালাকি’। এটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহসহ অনেকে।
এনটিভিতে ঈদের দিন ৬ নাটক
রাকেশ বসুর রচনা ও পরিচালনায় এনটিভিতে ঈদের দিন সকাল ৯ টায় প্রচার হবে একক নাটক 'লাস্ট নাইট'। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী।
দুপুর আড়াইটায় প্রচার টেলিফিল্ম 'রাইট অর রং'। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন পার্থ শেখ, মীর রাব্বি, পারসা ইভানা, ফাহমিদা বন্যা, শারমিন শর্মিসহ অনেকে।
ঈদের দিন থেকে এনটিভিতে দেখা যাবে ধারাবাহিক নাটক 'রূপবানের প্রেম'। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে নাটকটি। নাটকের গল্প লিখেছেন কাব্য হাসান, চিত্রনাট্য তানিন রহমান ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। 'রূপবানের প্রেম' নাটকে অভিনয় করেছেন তাসনুভা তিশা, শাওন, কচি খন্দকার, মুসাফির বাচ্চু, শেলী আহসান।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দেখা যাবে একক নাটক 'মিরাকল লাভ'। এটি রচনা করেছেন পারভেজ ইমাম এবং পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপুসহ অনেকে।
একই দিন রাত ৯টা ১৫ মিনিটে দেখা যাবে একক নাটক 'গরিব জামাই'। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, শেলী আহসান।
এনটিভিতে ঈদের দিনের শেষ একক নাটক 'নসিব' দেখা যাবে রাত ১১টা ৫ মিনিটে। এন ডি আকাশের রচনা ও মুসাফির রনির পরিচালনায় নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে।
ঈদের দিন আরটিভির ২ নাটকে নিলয় ও হিমি জুটি
আরটিভিতে সন্ধ্যা ৭টায় দেখা যাবে একক নাটক 'নীল রঙের সাইকেল’। এটি রচনা করেছেন সেজান নূর এবং পরিচালনা করেছেন সোহেল হাসান। অভিনয়ে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে।
রাত ৮টায় দেখা যাবে আরও একটি একক নাটক 'চৌধুরী বাড়ির মেয়ে'। অনামিকা মন্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টিসহ অনেকে।
ঈদের দিন থেকে সাতদিন পর্যন্ত আরটিভিতে দেখা যাবে ধারাবাহিক নাটক 'এক্সকিউজ মি প্লিজ'। প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শহীদ উন নবী। এতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার।
রাত সাড়ে ৯ টায় দেখা যাবে একক নাটক 'খাল কেটে কুমির'। নাটকটি রচনা করেছেন আনামিকা মন্ডল এবং পরিচালনায় আছেন ইমরান হাওলাদার। নাটকে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
আরটিভির ঈদের দিনের শেষ নাটক দেখা যাবে রাত সাড়ে ১১টায়। নাটকের নাম 'সুন্দরী ভাতা'। নাটক পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। অভিনয়ে আছেন মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে।
বৈশাখীতে নাটকের মহাপরিকল্পনা, ২৭টির মধ্যে ৭টি ঈদের দিন
এবার ২৭টি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশনে রোজার ঈদ উপলক্ষ্যে এবার প্রচার হবে ১৫টি একক নাটক, পাঁচটি সাত পর্বের ধারাবাহিক নাটক এবং সাতটি মেগা নাটক।এসবের মধ্যে ঈদের দিনই প্রচার হবে ৭টি নাটক।
ঈদের দিন সকাল ৯ টায় ও ১০টায় প্রচার হবে দুটি একক নাটক 'গহীনে বিজয়' ও 'আয়েশা'। রচনা ও নাজিম উদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় 'গহীনে বিজয়' নাটকে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, অনিল বিরল, তমাল মাহবুবসহ অনেকে।
'আয়েশা’ নাটকে অভিনয় করেছেন আবদুর নূর সজল, মিম মান্তাসা, শামীম শান, সুজাত শিমুলসহ আরো অনেকে। নাটকটি রচনা করেছেন আনন জামান এবং পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
বিকেল ৫টা ১৫ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'ব্লাক মানি'। নাটকটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
'মানি লোকের মান' নামের ধারাবাহিক দেখা যাবে বিকেল ৫টা ৪৫ মিনিট। এটি পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে আছেন জাহের আলভী, ফারজানা মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথীসহ অনেকে।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'শাশুড়ির বিয়ে'। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
'লন্ডনি জামাই' নামের নাটক প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে আছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৮ টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘প্যারায় আছে নবাব’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা, মাসুদ হারুন। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন।
রাত ৯ টা ২০ মিনিটে প্রচার হবে আরেকটি ধারাবাহিক নাটক 'ট্রাক ড্রাইভার'। রুহুল আমিন শিশিরের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুলসহ অনেকে।
একক নাটক ‘ডাকাতিয়া প্রেম’ দেখা যাবে রাত ৯টা ৫৫ মিনিটে।অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু ।
মাছরাঙা টেলিভিশনে ৬ নাটক
'ব্রেকআপ থেকে শুরু' নাটক দিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হবে ঈদের নাটক প্রচার। ঈদের দিন বিকাল ৫টা ৫০ মিনিটে দেখা যাবে নাটকটি। রচনা ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল ফেরদৌস হিমি।
সন্ধ্যা ৭টা ২০ মিনিট দেখা যাবে নাটক 'বিয়ের জ্বালা'। নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন। নাটকটি রচনা ও পরিচালনায় আছেন শহীদ উন নবী।
রাত ৮ টায় দেখা যাবে একক নাটক বেকার বারেক। অভিনয় করেছেন মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া। এটি পরিচালনা করেছেন সাইফ আহম্মেদ।
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় দেখা যাবে নাটক 'মধুমালা'। নাটক দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়।
রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'বাজি'। তৌফিকুল ইসলামের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান, কেয়া পায়েল।
রাত সাড়ে ১১ টায় দেখা যাবে টেলিফিল্ম 'মন দিওয়ানা'। হাসিব হোসাইনের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
দীপ্ততে ৪ নাটক
ঈদের দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টেলিভিশনে দেখা যাবে নাটক 'বউ আমার মেম্বার'। এটি পরিচালনা করেছেন ফজলুল সেলিম। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মনিরা আক্তার মিঠু।
রাত ৮টায় দেখা যাবে নাটক 'মাকড়সা'। রাগিব রায়হান পিয়ালের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নূর, শ্যামল মাওলা।
সাত পর্বের ধারাবাহিক নাটক 'কথা হবে হিসাব করে' দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। প্রীতি দত্ত ও বিশ্বজিৎ দত্ত পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শারমিন আঁখি।
রাত ১১টা ১০মিনিটে দেখা যাবে একক নাটক 'শহরের যত রঙ'। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল, অভিনয়ে আছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী।