শুক্রবার থেকে দেশের সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাচ্ছে ‘৮৪০', ‘ডেঞ্জার জোন’ ও ‘হুরমতি’।
Published : 13 Dec 2024, 12:05 PM
রাজনৈতিক প্রেক্ষাপট, হরর ফ্যান্টাসি এবং কমেডি- এই তিন ঘরানার তিন সিনেমা একই দিনে এসেছে দেশের প্রেক্ষাগৃহে।
শুক্রবার থেকে দেশের সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাচ্ছে ‘৮৪০', ‘ডেঞ্জার জোন’ ও ‘হুরমতি’ সিনেমাগুলো।
১৬ প্রেক্ষাগৃহে ‘৮৪০’
অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার প্রযোজনায় রাজনৈতিক বিদ্রূপধর্মী সিনেমা ৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ বানিয়েছেন পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে দেশের ১৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলার কথা রয়েছে।
সিনেমার বিশেষ প্রদর্শনীতে ফারুকী বলেছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকে ‘চ্যালেঞ্জ করা হয়েছে’ চিত্রনাট্যে।
সিনেমা তৈরির প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিদ্রূপধর্মী সিনেমা। গেল বছরের নভেম্বরে সিনেমার শুটিং করেছিলাম। বিগত সরকারের আমলে। এক প্রকার আতঙ্ক নিয়েই।
“নির্মাণের সময় মনে হত এই বুঝি বিগত সরকার বুঝে ফেলল এটি রাজনৈতিক ঘরানার সিনেমা। সিনেমাটি আটকে যাবে। তবে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমি চাই সবাই সিনেমাটি দেখবেন এবং ভালো লাগলে অন্যকে দেখার পরামর্শ দিবেন।"
‘৮৪০’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, আশুতোষ সুজন। এরছাড়া রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী এখানে কাজ করেছে।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম।
সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনা করেছেন তাহসিন মাহিম।
‘ডেঞ্জার জোন’ ২৫ প্রেক্ষাগৃহে
তরুণ নির্মাতা বেলাল সানির প্রথম সিনেমা ‘ডেঞ্জার জোন’। বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমাটি দেশের ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
পরিচালক সানির ভাষ্য, “অনেক বাধাবিপত্তি পেরিয়ে হলে এসেছে তার সিনেমা।”
হরর ফ্যান্টাসি ঘরানার এই সিনেমায় অনেক ভিএফএক্সের কাজ আছে।
সানি বলেন, “সিনেমার গল্পে দেখা যাবে কয়েকজন বন্ধু একটি জায়গায় ঘুরতে গিয়ে আটকে যায় এবং নানা বিপদের মুখোমুখি হয়। সেখান থেকে বেরিয়ে আসার নানা প্রতিবন্ধকতার গল্প।
"সাত বছর আগে সিনেমাটি নির্মাণ হলেও দর্শক এই সিনেমায় হলিউডের একটা ফিল পাবে। আশা করছি সিনেমাটি দর্শকের পছন্দ হবে।"
আরও অভিনয় করেছেন ফাল্গুনী রহমান জলি, ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ অনেকে।
শবনম পারভীনের ‘হুরমতি’
শুক্রবার মুক্তি পেয়েছে শবনম পারভীন প্রযোজিত সিনেমা ‘হুরমতি’। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন শবনম পারভীন।
শবনম জানিয়েছেন, হুরমতি পুরোপুরি কমেডি গল্পের সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ ‘আনন্দে সময় কাটাবেন’ বলে মনে করেন তিনি।
হুরমতি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভিসহ আরও অনেকে।