চলুন একটু ঢুঁ মেরে আসা যাক ওটিটির জগৎ থেকে।
Published : 21 Jun 2024, 08:35 AM
নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এই সপ্তাহে, বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে বেশ কয়েকটি সিরিজ মুক্তির অপেক্ষায়। আবার ঈদ উপলক্ষে দেশের প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ।
ঈদুল আজহা উপলক্ষে গত ১৩ জুন ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’। মুক্তির পর সিরিজটি দারুণ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন নির্মাতা। ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের মামুন চরিত্র নিয়েই নির্মিত এই সিরিজ। যেখানে ‘জোড়া খুনের তদন্তে প্রধান অভিযুক্ত মামুন মুখোমুখি হন এক সিরিয়াল কিলারের। বিভীষিকাময় অতীতের বিমুখে আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কি মামুন পারবেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে?’ সেই গল্পে এগিয়েছে সিরিজটি। এতে মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও ছিলেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন প্রমুখ।
'বাজি'
চরকিতে গত ১৬ জুন মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'বাজি'। এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওটিটিতে দেখা যাচ্ছে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানকে। একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলার দেখেই বাজি নিয়ে তাই দর্শকের তুমুল আগ্রহ ছিল। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে গল্প। এতে ক্রীড়া সাংবাদিকের চরিত্রে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলাকে। সিরিজটি বেশ সাড়া ফেলছে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান। তাহসান, মিথিলা ছাড়াও বাজিতে আরও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।
'কোটা ফ্যাক্টরি সিজন ৩'
'নেটফ্লিক্স'-এর পর্দায় ফিরছে বহু প্রতীক্ষিত 'কোটা ফ্যাক্টরি সিজন ৩'। দুটি সিজন সফল হওয়ার পর দীর্ঘদিন ধরেই তৃতীয় সিজনের অপেক্ষায় ছিল ভক্তরা। তৃতীয় সিজনে কোটা ফ্যাক্টরির বৈভব (ময়ূর মোর) এবং তার বন্ধুদের রাজস্থানের কোটায় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে। জীবন বদলে দিতে পারা এই পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন তারা সেই গল্পই উঠে আসবে। তাদের পথ দেখাবে জিতু ভাইয়া। জিতু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। এই সিরিজে আরও অভিনয় করেছেন রঞ্জন রাজ, আলম খান, রেবতী পিল্লাই, এহসাস চান্না, রাজেশ কুমার। তৃতীয় সিজনে তারা প্রত্যেকেই ফিরবেন নিজেদের চরিত্রে। এছাড়াও এবারের কাস্টে যোগ দেবেন তিলোত্তমা সোম। ২০ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ।
'ব্যাড কপ'
অ্যাকশন থ্রিলার সিরিজ ‘ব্যাড কপ’ মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, গুলশান দেবাইয়া এবং হারলিন শেঠি। সিরিজটিতে গুলশান দেবাইয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি কঠিন পুলিশ অফিসার হিসেবে, আরেকটি কুখ্যাত গ্যাংস্টার বা ভিলেন হিসেবে। কে কখন, কি করছে, কিভাবে করছে সেই দ্বন্দ্বই উঠে আসবে সিরিজে। ২১ জুন থেকে দেখা যাবে সিরিজটি।
'আরনমানই ৪'
৩০ কোটি বাজেটের তামিল সিনেমা ‘আরনমানই ৪’ মুক্তির পরেই প্রায় ১০০ কোটি আয় করেছে। সিনেমাটি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। সুন্দর সি পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন সুন্দর সি, তামান্না ভাটিয়া, রাশি খান্না, সন্তোষ প্রতাপসহ অনেকে। এই সিনেমায় দেখা যাবে বোনের সন্দেহজনক মৃত্যুর পিছনে লুকানো সত্যের সন্ধান ও রহস্যের সন্ধান। এটি ২১ জুন থেকে দেখা যাবে।