“এখনকার নায়িকারা মেকআপসহ অন্যান্য কাজের জন্য ভ্যানিটি ভ্যান পেলে আমাদের শুরুর সময়ে বলিউড নায়িকারা এসব ভাবতেও পারতেন না।”
Published : 29 Aug 2024, 03:15 PM
কলকাতার আর জি কর হাসাপাতাল কাণ্ড সামনে আসার পর থেকে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকারা তাদের দুর্দশা নিয়ে মুখ খুলছেন। সেই ধারাবাহিকতায় হিন্দি সিনেমা জগতের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিশমা কাপুর জানালেন, নব্বইয়ের দশকে আউটডোরে কাজের ক্ষেত্রে কী কী সমস্যা পোহাতে হয়েছে তাদের।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শোয়ের আসরে গিয়ে কারিশমা বলেন, এখনকার নায়িকারা মেকআপসহ অন্যান্য কাজের জন্য ভ্যানিটি ভ্যান পেলে তাদের শুরুর সময়ে বলিউড নায়িকারা এসব ভাবতেও পারতেন না। ওই সময়ে আউটডোর শুটিংয়ে ঝোপঝাড়ের আড়ালে পোশাক বদলাতে হত তাদের।
তিনি বলেন, “মাথার উপরে খোলা আকাশ। আড়াল বলতে ঝোপঝাড়। এভাবেই আমাদের পোশাক বদলাতে হত। এবং শুধু পোশাক বদলানোই নয়, বাথরুমে যাওয়ার দরকার পড়লেও সেই ঝোপঝাড়েই যেতে হত।”
কারিশমার ভাষ্য, এসব ঘটনা কখনও লজ্জার এবং সব সময়েই বিরক্তির কারণ ছিল। এতে অভিনেত্রীরা কোনো কোনো সময়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন।
“তারপরেও পেশাগত দায় এবং নেহাত অভিনয় ভালবাসতাম বলে সরে আসতে পারিনি।”
কারিশমা কাপুর ১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ‘জিগার’, ‘আনাড়ি’, ‘আনদাজ আপনা আপনা’, ‘রাজা বাবু’, ‘কুলি নং ১’সহ বক্স অফিসে অনেক হিট সিনেমায় নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
কারিশমা ছিলেন তার সময়ের জনপ্রিয় এবং মোটা অংকের পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি।
মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা কারিশমা এখন কাজ করছেন ওটিটিতে। সম্প্রতি নেটফ্লিক্সে রহস্য-রোমাঞ্চধর্মী ওয়েব ফিল্ম ‘মার্ডার মুবারক’ এ কাজ করেছেন কারিশমা।