কেউ বলছেন, শাকিব হলিউডের কোনো সিনেমায় অভিনয় করেছেন, আবার কেউ বলছেন, এটা বিদেশি কোনো প্রসাধনীর বিজ্ঞাপন।
Published : 13 Jun 2024, 05:55 PM
এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ১০ সেকেন্ডের একটি ভিডিওচিত্র। অন্তর্জালের বিভিন্ন পেইজে দেখা যাচ্ছে ভিডিওটি।
কেউ বলছেন, শাকিব হলিউডের কোনো সিনেমায় অভিনয় করেছেন, আবার কেউ বলছেন, এটা বিদেশি কোনো প্রসাধনীর বিজ্ঞাপন। এই ভিডিওচিত্র নিয়ে নেটিজন ও শাকিব ভক্তরা মেতেছেন মধুর বিতর্কে।
যদিও এ বিষয়ে শাকিব এখনও কিছুই বলেননি। তবে শাকিব ভক্তদের প্রত্যাশা, অচিরেই এ রহস্যের জট উন্মোচন করবেন এই মেগাস্টার।
ভিডিওতে দেখা যায়- চোখজুড়ানো লোকেশনে ঢালিউড কিং শাকিব খান এবং আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেজকে। দুজনকেই বেশ রোমান্টিক লুকে দেখা গেছে। মার্কিন অভিনেত্রীর সাথে শাকিব খানের রসায়ন নজর কেড়েছে অনেকের।
শাকিব খানের লুক দেখে নড়েচড়ে বসেছে নেট দুনিয়া। এখন দেখার বিষয় আসলে কি ধামাকা নিয়ে আসছেন তিনি।
ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।