‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন।
Published : 28 Mar 2025, 08:20 PM
রোজার ঈদ আসলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী যে গান বেজে ওঠে বিভিন্ন অনুষ্ঠানে সেটি এবার নতুন করে গাইলেন এক ঝাঁক শিল্পী।
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ লিরিকের গানটি শোনা যাবে ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, জিনিয়া জাফরিন লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পীর কণ্ঠে।
ঈদে গানটি প্রচার হবে চ্যানেল আইয়ে। মঙ্গলবার গানের দৃশ্যধারণের কাজ হয়েছে।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে,গানটির ভিডিও নির্মাণ করেছেন অনন্যা রুমা; গানে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির।
এই গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, "সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।"
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।