আলু, পেঁয়াজ, পটল থেকে শুরু করে প্রেম, ভালোবাসা সবই ডেলিভারি দেওয়া হয় সাইকেলে করে।
Published : 04 Jul 2024, 09:39 AM
সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেন মীর সিরাজুল ইসলাম মকলেস। তার কুরিয়ার বাক্সে বড় করে লেখা - 'আপনার যা কিছু প্রয়োজন প্রেম, ভালবাসা থেকে শুরু করে চিংড়ি, মুলা হয়ে রকেট পর্যন্ত নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। (বি. দ্র. - দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ কোনো কিছু ডেলিভারি দেয়া হয় না।)
ডেলিভারি ম্যান মকলেসকে নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন এক ধারাবাহিক নাটক। আর এই মকলেস চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে।
নাটকের নাম ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস'। আগামী ৫ জুলাই থেকে দেখা যাবে আরটিভিতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, সাগর জাহানের রচনায় বিশেষ এই ধারাবাহিক যৌথভাবে নির্মাণ করেছেন রতন হাসান ও এ আর আকাশ।
মোশাররফ করিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আখম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুই।
নাটকের গল্পে দেখা যাবে, আক্কেলগঞ্জ গ্রামের বাসিন্দা মকলেস। এক সময় তার পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর একটা খামার ছিল, পকেটে অনেক টাকা ছিল। একসময় এনজিও থেকে মোটা অংকের ঋণ নিয়ে তিনি সর্বহারা হন।
ঋণের টাকা শোধ করতে মকলেস শুরু করেন হোম ডেলিভারির ব্যবসা। আলু, পেঁয়াজ, পটল থেকে শুরু করে সকালের নাস্তা, দুপুরের খাবার, ওষুধ, প্রেম, ভালোবাসা সবই তিনি ডেলিভারি দেন সাইকেলে করে। বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনায় এগিয়ে যায় নাটক।
প্রতি শুক্র, শনি ও রবিবার আরটিভির পর্দায় এ ধারাবাহিক দেখতে পাবে দর্শক।