অ্যালবামে থাকবে আটটি গান। এর তিনটা শেষ হয়েছে, বাকিগুলোর রেকর্ডিংয় আর কিছু কম্পোজ বাকি আছে।
Published : 23 Jun 2024, 07:12 PM
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে ব্ল্যাক ব্যান্ডের নতুন গান ‘সমান্তরাল’ এর মিউজিক ভিডিও। ব্ল্যাকের কণ্ঠশিল্পী ঈশান হোসেনের গাওয়া প্রথম গান এটি।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের বর্তমান চার সদস্য লিড গিটারিস্ট খাদেমুল জাহান, ড্রামার ফারহান তানভীর, কণ্ঠশিল্পী ঈশান হোসেন এবং বেস গিটারিস্ট চার্লস ফ্রন্সিস।
জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ।
খাদেমুল জাহান গ্লিটজকে বলেন, “আমাদের এখনকার লাইনআপের কণ্ঠশিল্পী ঈশান হোসেনের গাওয়া প্রথম গান ‘সমান্তরাল’ । এ গানের অডিও আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছিল গত বছর। তাছাড়া গেল মাসে ব্ল্যাকের রিউনিয়নে ভিডিও চিত্র প্রকাশিত হয়। তবে গানটি তখন ইউটিউবে দেওয়া হয়নি। গানটি নিয়ে শ্রোতাদের অপেক্ষা ছিল। তাই ঈদ উপলক্ষে মিউজিক ভিডিও হিসেবে গানটি রিলিজ করি।"
অডিও প্রকাশের এতদিন পর মিউজিক ভিডিও প্রকাশ করা হল কেন জানতে চাইলে তিনি বলেন, "এখন তো সময় অনেক পরিবর্তন হয়ে গেছে। অডিও এন্টারটেইনমেন্ট বলতে তেমন কোনো প্ল্যাটফর্ম নেই। অডিও গানগুলোও ভিজুয়াল হিসেবে প্রকাশ করতে হয়।
“তাছাড়া শ্রোতাদের কাছে এখন অডিও গানের চেয়ে ভিডিও গানের গ্রহণযোগ্যতা বেশি। একটা গান রেকর্ড করে সেটা নিয়ে মিউজিক ভিডিও করতে হয়। সেটা রিলিজ করতে হয়। একটু সময়সাপেক্ষ বিষয়। তাছাড়া অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব কিছু নিয়েই অনেক দিন ধরে কাজ চলছিল। অবশেষে প্রকাশ করা হল।"
ভিডিও প্রকাশের পর গানটি নিয়ে ‘ভালো’ সাড়া পাচ্ছেন জানিয়ে জাহান বলেন, “এখন আসলে ব্ল্যাকের জন্য অ্যালবাম রিলিজ হওয়াটা জরুরি ছিল। অ্যালবামের কাজ চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা অ্যালবাম শেষ করে গান রিলিজ করাটা অনেক সময়সাপেক্ষ। একটা শিল্পীর গান নিয়ে অ্যালবাম করার মত অবস্থা এখন হয় না। গানটির ইউটিউব রিলিজের জন্য যারা অপেক্ষা করছিলেন, ভিডিওর জন্য যারা অপেক্ষা করছিলেন, তারা তো পছন্দ করছেই। ভালো বা খারাপ হয়েছে কিনা সেটা শ্রোতারা বলতে পারবে। তবে গানটি ব্ল্যাকভক্তদের পাশাপাশি নতুন প্রজম্মের শ্রোতারাও বেশ পছন্দ করছের।"
চলতি বছরই ব্ল্যাক ব্যান্ডের ২৫ বছর পূর্তি হল। রজতজয়ন্তী উপলক্ষে প্রায় আট বছর পর ব্ল্যাকের নতুন অ্যালবাম আসছে জানিয়ে জাহান বলেন, “রজতজয়ন্তী উদযাপন নিয়ে আমাদের বড় একটা পরিকল্পনা আছে। আমরা আমাদের ছয় নম্বর অ্যালবামের কাজ করছি, যেটা এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আসতে পারে।"
অ্যালবামের কাজ কতোদূর এগিয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের তিনটা গানের রেকর্ডিং প্রায় শেষ। 'সমান্তরাল' গানটাও অ্যালবামে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অনেক সময় লেগে যাচ্ছিল, তাই মিউজিক ভিডিও হিসেবে রিলিজ দিলাম। অ্যালবামে আটটি গানের মত থাকবে। তিনটা শেষ হয়েছে, বাকিগুলো রেকর্ডিংয়ের কাজ ও কিছু কম্পোজের কাজ বাকি আছে। আমরা চেষ্টা করছি অ্যালবামটা শেষ করতে।
“তাছাড়া বড় একটা রিইউনিয়নের পরিকল্পনা আমাদের আছে। পুরো অ্যালবামটাসহ আরও বড়ভাবে রিইউনিয়নের আয়োজন করা হবে।"
ব্ল্যাক ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল ২০১৬ সালে। অ্যালবামের নাম ‘ঊনমানুষ’। আট বছর পর নতুন অ্যালবাম প্রকাশ পেতে যাচ্ছে।
এই অ্যালবামে পুরনো লাইনআপের গান পাওয়া যাবে কিনা প্রশ্ন করলে জাহান বলেন, "এটা এখনই জানাতে চাচ্ছি না, বা জানানোর সময় হয়নি। যেহেতু রিইউনিয়ন করব, সেটার প্রমোশন হিসেবে একটা দুইটা গান থাকতে পারে। তাদের সঙ্গে কথা চলছে। রেকর্ডিং হলে হয়ত বলা যাবে। তাই অফিশিয়ালি আগে থেকেই কিছু বলতে পারছি না।"
দীর্ঘ বিরতির পর এই অ্যালবামে শ্রোতাদের জন্য বিশেষ বার্তা রাখছেন বলে জানান জাহান। শুধু ব্ল্যাককে কেন্দ্র করে বড় আকারে কনসার্টের আয়োজন করার কথাও তারা ভাবছেন।
জাহান বলেন, “যেহেতু দীর্ঘ বিরতির পর শ্রোতাদের জন্য অ্যালবাম আসছে, এতে অনেক কিছু বলার আছে। আমাদের শেষ কনসার্ট যেটা হল, সেটা আসলে ভক্তদের মনমত করতে পারিনিভ যে জায়গায় কনসার্ট হয়েছে সেখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেটা আমাদের জন্য শ্রোতাদের জন্যও খুব ভালো অভিজ্ঞতা ছিল না। চেষ্টা করছি এবার যেন সেই বিষয়টার পুনরাবৃত্তি না হয়।
“ঢাকা শহরের ভেতরে ওপেন কনসার্ট করার মত সেই রকম জায়গাও নেই। ম্যানেজ করাও কঠিন। তাই সময় নিয়ে এবার আয়োজন করা হবে। চেষ্টা করব শ্রোতাদের ভালো অভিজ্ঞতা দেওয়ার। এবার ব্ল্যাকের রিইউনিনকে কেন্দ্র করে শুধুমাত্র ব্ল্যাকেরই কনসার্ট হবে।"
তিনি বলেন, “দর্শকের এত সাড়া পেয়ে আমরা আসলে খুবই অনুপ্রাণিত হয়েছি। 'রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টের ভিডিওটাও আমরা শিগগিরই রিলিজ দেব। এডিটিং শেষে জুলাইয়ে রিলিজের পরিকল্পনা আছে।"
‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট হয়েছিল মে মাসে। সেখানে ১৯ বছর পর একমঞ্চে দেখা যায় ব্ল্যাকের প্রথম লাইনআপের পাঁচ সদস্য– জন, তাহসান, টনি, জাহান ও মিরাজকে। তারা একসঙ্গে পারফর্মও করেন বর্তমান সদস্যদের সঙ্গে।
পুরোনো লাইনআপের মধ্যে এখন শুধু জাহান ব্ল্যাকে আছেন। বর্তমান লাইনআপে আছেন ঈশান হোসেন (ভোকালিস্ট), জাহান (লিড গিটারিস্ট), চার্লস ফ্রান্সিস (বেজ গিটারিস্ট), ফারহান তানভীর (ড্রামস ও পারকাশনস)।