টাইগার থ্রি’র বিশেষ দৃশ্যে কমপক্ষে এক সপ্তাহ একসঙ্গে শুটিং করবেন এই দুই তারকা।
Published : 02 May 2023, 11:29 PM
ভক্তকূলের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার এক হতে চলেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।
‘টাইগার থ্রি’ সিনেমার বিশেষ সিকোয়েন্সের শুটিংয়ে তারা এক হবেন বলে এনডিটিভি জানিয়েছে।
আগামী ৮ মে থেকে সিকোয়েন্সগুলো শুটিংয়ের দিনক্ষণ ঠিক হয়েছে বলে সিনেমাটি সংশ্লিষ্ট এক বিশেষ সূত্র জানিয়েছে।
ওই সূত্র বলেছে, “ভারতীয় সিনেমার দুই সুপারস্টার হচ্ছেন শাহরুখ ও সালমান। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের সিনেমা ‘টাইগার থ্রি’-এর জন্য আবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন। শুটিং ৮ মে সেট করা হয়েছে। এই দুই মেগা স্টার যখন একসঙ্গে শুটিং ফ্লোরে পা রাখবেন, তখনই বোঝা যাবে টাইগারের আসল শক্তি।”
জানা গেছে, ‘টাইগার থ্রি’তে এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যা ছয় মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা চলছে। কমপক্ষে এক সপ্তাহ একসঙ্গে শুটিং করবেন এই দুই তারকা।
টাইগার থ্রি ছাড়াও ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন তারা। এ সিনেমার শুটিং হবে আগামী বছরের ২৪ জানুয়ারি।
চলতি বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছেন শাহরুখ খান। অন্যদিকে সালমান খানের ‘টাইগার’ চরিত্রটিও দারুণ জনপ্রিয়। দুই জনপ্রিয় তারকাকে এক জায়গার আনার প্রয়াসে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস আনছে ‘টাইগার ভার্সেস পাঠান’।
সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না যশরাজ ফিল্মস। মহা ধুমধামের সঙ্গে এই সিনেমার একটি ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
টাইগার থ্রিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আগের দুই পর্বেও এই অভিনেত্রীর সাথেই জুটি বেঁধে কাজ করেছিলেন সালমান। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাবে সিনেমাটি।