“ঢাকায় আমার করা সিনেমাগুলো জনপ্রিয়তা পেয়েছিল, দেশটা সত্যিই ঘরবাড়ি হয়ে গিয়েছিল।”
Published : 07 Dec 2024, 10:54 PM
নব্বই দশকের মাঝামাঝিতে কাজ কমতে থাকে হিন্দি ও দক্ষিণী সিনেমার অভিনেতা চাঙ্কি পাণ্ডের। ওই বিপদের দিনে বাংলাদেশের সিনেমা জগতে ঠাঁই হয়েছিলেন এই অভিনেতার।
ইন্ডিয়া ডটকম লিখেছে, সংগ্রামের সেই গল্প চাঙ্কি করেছেন ‘উই আর যুবা’ নামের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে। সঙ্গে ছিলেন তার মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে।
চাঙ্কি বলেছেন একটা সময়ে ‘আঁখে’ সিনেমার পর এই অভিনেতার কাছে কেবল ‘তিসরা কৌন’ নামের একটি সিনেমার কাজ ছিল। এরপর দীর্ঘদিন হিন্দি সিনেমার কোনো পরিচালকের কাছ থেকে তিনি কোনো ডাক পাননি বলে ভাষ্য চাঙ্কির।
এমন পরিস্থিতিতে বাংলাদেশে এসে ঢাকাই সিনেমা জগতে ‘কাজের সুযোগ মেলে’ চাঙ্কির। তার ভাষ্য অনুয়ায়ী এর পরে চার থেকে পাঁচ বছর ঢাকাকে নিজের ‘ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলেন’ তিনি।
চাঙ্কি বলেন, “আমি মনে করি জীবনটা একটা মিউজিক্যাল চেয়ারের মত। যখন গান থেমে যাবে, তখন আপনাকে কোনো না কোনো চেয়ারে বসে পড়তে হবে, না হলে জীবনে হেরে যেতে হবে।”
বাংলাদেশে জীবনের নতুন অধ্যায় শুরু নিয়ে চাঙ্কি বলেন, “বাংলাদেশ কয়েকটি কাজ করেছি, ওপরওয়ালা মুখ তুলে তাকিয়েছিলেন। ঢাকায় আমার করা সিনেমাগুলো জনপ্রিয়তা পেয়েছিল। দেশটা সত্যিই ঘরবাড়ি হয়ে গিয়েছিল।”
চাঙ্কি অভিনীত ঢাকাই সিনেমা ‘স্বামী কেন আসামি’ মুক্তি পায় ১৯৯৭ সালে। ব্যবসা সফল এই সিনেমায় চাঙ্কি ছাড়াও অভিনয় করেন জসীম, শাবানা, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মিশা সওদাগরসহ আরো অনেকে।
চাঙ্কির আরও কয়েকটি সিনেমার মধ্যে আছে ‘মেয়েরাও মানুষ’, ‘ফুল আর পাথর’, ‘প্রেম করেছি বেশ করেছি’।
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশে ব্যাবসায়িক কাজেও যু্ক্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন চাঙ্কি। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলেছিলেন, সঙ্গে জায়গাজমি নিয়েও ব্যবসা করেন ভিনদেশি এই অভিনেতা।
চাঙ্কি বলেন, “ইভেন্ট ম্যানেজমেন্ট আর জায়গার ব্যবসা নিয়ে আমাকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়েছে। নিজের ইগো সরিয়ে রেখে কাজ করেছি কেবল যেমন করে হোক টিকে থাকার জন্য।”
সামনে আসছে চাঙ্কির ‘হাউসফুল ৫’ সিনেমা, যা মুক্তি পাবে আগামী বছরের জুনে।
তরুণ মানসুখানির পরিচালনায় এতে চাঙ্কির সঙ্গে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ অভিনয় করেছেন।