সনির সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে পিঙ্ক ফ্লয়েড।
Published : 06 Oct 2024, 12:07 PM
বিক্রিবাট্টার কথা চলছিল বছরখানেক ধরে, মাঝে বাধা ছিল কেবল দলের সদস্যদের মধ্যে মতবিরোধ। অবশেষে ঝগড়া, মতভেদ মিটিয়ে ৪০০ মিলিয়ন ডলারে গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি করে দিয়েছে ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েড।
ভ্যারাইটি লিখেছে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দামে গানের স্বত্ব বিক্রির চুক্তিগুলোর মধ্যে এটি একটি।
চুক্তি অনুযায়ী, সনি মিউজিক ব্রিটিশ সাইকাডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েডের এখন পর্যন্ত রেকর্ড করা সব গানের স্বত্ব পেলেও গানের লিরিকের মালিকানা গীতিকারদের কাছেই রয়ে যাচ্ছে।
পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কিনতে এর আগে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক ও বিএমজির মত কোম্পানিও আগ্রহ দেখিয়েছে।
তবে সনির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর পথ মসৃণ ছিল না পিংক ফ্লয়েডের জন্য।
দলের লিড গিটাডিরস্ট ডেভিড গিলমোর এবং বেস গিটারস্ট ও আগেভাগেই ব্যান্ড ছেড়ে যাওয়া গায়ক ও মূল গীতিকার রজার ওয়াটার্স গানের স্বত্ব বিক্রিতে সহজে একমতে পৌঁছাতে পারছিলেন না।
চলতি বছরে স্বত্ব বিক্রি নিয়ে তাদের মতভেদ জটিল আকার ধারণ করে। অবশেষে দুই সহশিল্পী সমঝোতায় পৌঁছালে সনি মিউজিকের সঙ্গে চুক্তিতে পৌঁছায় পিংক ফ্লয়েড।
পিংক ফ্লয়েডের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৫ সালে। মূলত প্রোগ্রেসিভ রক, সাইকাডেলিক রক ও ব্লুজ রক ঘরানার গান করে ব্যান্ডটি।
পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে। পরের বছর প্রকাশ পায় ‘এ সসার ফুল অব সিক্রেটস’ অ্যালবাম।
১৯৭২ সালে ‘অবসকিওরড বাই ক্লাউডস’, ১৯৭৩ সারে ‘দ্য ডার্কসাইড অব দ্য মুন’, ১৯৭৯ সালে ‘দ্য ওয়াল’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল অ্যালবাম উপহার দেয় ব্যান্ডটি।
পিংক ফ্লয়েডের সর্বশেষ অ্যালবাম ‘দ্য ডিভিশন বেল’ মুক্তি পায় ১৯৯৪ সালে।
এরপর দীর্ঘ সময়ে পিংক ফ্লয়েড সেভাবে সাড়া ফেলেনি। ২০২২ সালে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের জনগণের প্রতি সমর্থন জানাতে ‘হেই হেই রাইজ আপ’ শিরোনামে একটি মৌলিক গান প্রকাশ করে ব্যান্ড দলটি।
এদিকে পিংক ফ্লয়েডের বাইরে একক ক্যারিয়ার গড়ে সাফল্য পেয়েছেন রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর।
কিছুদিন আগে গিলমোর নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। এই বছরের মধ্যেই গান নিয়ে সফরে বের হওয়ার পরিকল্পনা আছে এই গায়কের।
পিংক ফ্লয়েড: গানের স্বত্ব বিক্রিতে 'মতদ্বন্দ্বে' চারজনের দুজন