‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার শুটিংয়ের সময় থেকে রাভিনা ও কারিশমার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
Published : 14 Aug 2024, 02:27 PM
হিন্দি সিনেমার নব্বই দশকের দুই অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুরের কাজ নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাদের রেষারেষি নিয়েও কম কথা হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার শুটিংয়ের সময় থেকে রাভিনা ও কারিশমার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সে সময় শুটিং সেটে এ দুই অভিনেত্রী একে অপরকে এড়িয়ে চলতেন।
এরপর ‘আতিশ’ সিনেমার শুটিংয়ে দুই নায়িকার ঝগড়া বেঁধে যায় বলে খবর রটেছিল।
সম্প্রতি কারিশমার সঙ্গে সেই ‘কথিত ঝগড়া’ নিয়ে রাভিনা মুখ খুলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে।
রাভিনা বলেছেন, তাদের সময়ে নায়কদের মধ্যেও হাতাহাতি হওয়া সাধারণ ঘটনা ছিল। তবে নায়িকারা কথা কাটাকাটিতেই আটকে যেতেন।
কারিশমার সঙ্গে ঝগড়া নিয়ে রাভিনা বলেন, “এসব কথা সত্যি নয়। মানুষ অতিরঞ্জিত করে তুলেছে ব্যাপারটা। আমাদের মতের অমিল ছিল। কথাও কম হত পরস্পরের সাথে। তাই বলে ঝগড়া করা সম্ভব নয় আমাদের কারো পক্ষে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ঝগড়ার খবর জানতে কারিশামার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে।