ঢাকায় রাহাত ফতেহ আলী খানের আয়োজন ঘিরে যান চলাচলে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিএমপি।
Published : 21 Dec 2024, 12:02 PM
‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান গাইতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
আয়োজকদের মধ্যে সাদেকুর রহমান সানি গ্লিটজকে জানিয়েছেন শুক্রবার রাত ১২টায় ঢাকায় পৌঁছেছেন গায়ক।চারদিনের ঢাকা সফরে দুইটি কনসার্টে পাওয়া যাবে এই শিল্পীকে।
শনিবার বিকাল থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। জুলাই-অগাস্টের অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তার জন্য এই 'চ্যারিটি কনসার্ট'র আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।
সানি বলেন, “শনিবার রাত নয়টার পর মঞ্চে উঠবেন রাহাত ফতেহ আলী খান। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্য শিল্পীরাও প্রস্তুত। আমরা যে উদ্দেশ্য নিয়ে কনসার্টটি করছি আশা করছি আমরা সফল হব।"
আর্মি স্টেডিয়ামে কনসার্টের গেইট খোলা হবে দুপুর ২টায়, কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।
রাহাত ফতেহ আলী খান ‘বিনা পারিশ্রমিকে’ গাইবেন জানিয়ে সানি বলেছেন, এখান থেকে অর্জিত অর্থ যাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।
কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও থাকবে দেশের ব্যান্ডদল আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও কাওয়ালি ব্যান্ড সিলসিলার পরিবেশনা।
গান ছাড়াও কনসার্টে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে। থাকছে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার।
টিকেট বিক্রির প্ল্যাটফর্ম ‘গেট সেট রকে’ তিন ক্যাটাগরির টিকেট বিক্রি হয়েছে।
কনসার্টে ভিআইপি সারির টিকেট বিক্রি হয়েছে ১০ হাজারে; সামনের সারির টিকেট সাড়ে ৪ হাজার এবং সাধারণ টিকেট মিলেছে আড়াই হাজারে।
তবে শিক্ষার্থীদের জন্য ছাড় দিয়েছে আয়োজকরা। বিজয় দিবস ঘিরে ভিআইপিতে ১৬ শতাংশ, চব্বিশের বিপ্লব বিবেচনায় সামনের সারির টিকেটে ২৪ শতাংশ এবং ‘৩৬ জুলাইয়ের (৫ অগাস্ট) জন্য’ সাধারণ টিকেটে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ছাড় রাখা হয়।
যান চলাচলে ডিএমপির নির্দেশনা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে কলছে, স্টাফরোড রেল গেইট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত টঙ্গি-উত্তরা থেকে গুলশান-বনানী- মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে।
তাই শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ এসেছে ডিএমপির পক্ষ থেকে।
দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহারকারীরা টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।
উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন রেডিসন হোটেলের আগের ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।
গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র্যাম্প ব্যবহার করতে পারবে।
এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গীগামী যানবাহন বনানী র্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।
ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপ বন্ধ থাকবে।
ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবেন
র্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করতে পারবে না।
সেইসঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় জাহাঙ্গীর গেইট এবং জিয়া কলোনির গেইট দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন মাহি।
দুই গেইট দিয়ে কেবল রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।"
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে রেখে হবে বসছে মিউজিক ফেস্ট।
ওই ফেস্টেও গাইবেন রাহাত ফতেহ আলী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার বিকেল ৩টায় শুরু হবে ফেস্ট।
সেখানে এই শিল্পীর সঙ্গে গাইবে ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা এবং শিল্পী মুজা, জেফার, সঞ্জয় ও হান্নান।
নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের পাশাপাশি বলিউডের সিনেমায় গান গেয়ে ভারতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।
‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের বহু সিনেমায় কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছে রাহাত ফতেহ আলী খান।
আরও পড়ুন:
ফাতেহ আলীর কনসার্ট: টিকেটে ভ্যাট মওকুফ, বিক্রি ‘প্রত্যাশার অর্ধেকেরও কম’
ঢাকায় রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখতে খরচ হবে যত
আর্মি স্টেডিয়ামে কনসার্ট: এক্সপ্রেসওয়েতে টোল ছাড়
ঢাকায় চ্যারিটি কনসার্টে আসছেন রাহাত ফাতেহ আলী খান