দিল্লির ফ্লাইট ধরার জন্য চণ্ডিগড় বিমানবন্দরে ছিলেন কঙ্গনা; সেখানেই তাকে থাপ্পড় মেরে বসেন এক নারী কনস্টেবল।
Published : 06 Jun 2024, 09:42 PM
নবনির্বাচিত এমপি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ উঠেছে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক নারী কনস্টেবলের বিরুদ্ধে।
পাঞ্জাবের চণ্ডিগড় বিমানবন্দরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
দিল্লির ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে ছিলেন কঙ্গনা রানাউত; সেখানে সিআইএসএফের কনস্টেবল কুলবিন্দর কৌর থাকে থাপ্পড় মেরে বসেন।
ঘটনার পরই কুলবিন্দরকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
বলিউডে ‘ঠোঁটকাটা স্বভাবের’ বলে পরিচিত কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপি থেকে এবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে সংসদ সদস্য হয়েছেন।
তাকে চড় মারার কারণ হিসেবে এনডিটিভি লিখেছে, ভারতে কৃষক আইনের প্রতিবাদে রাস্তায় নামা ‘কৃষকদের অসম্মান’ করায় কঙ্গনার ওপর ক্ষুব্ধ ছিলেন কনস্টেবল কুলবিন্দর। বিমানবন্দরে সুযোগ পেয়ে তিনি সেই ক্ষোভ ঝারেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে একদল নিরাপত্তা কর্মকর্তা কঙ্গনাকে ঘিরে রেখেছেন। সেখানে কয়েকজন সিআইএসএফ কর্মকর্তাদের সঙ্গে তিনি কথাও বলছিলেন। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনার সুরতহাল তৈরি করছিলেন। কনস্টেবল কুলবিন্দর কৌরকে তারা জিজ্ঞাসাবাদও করছিলেন। কুলবিন্দরের এক সহযোগী ঘটনার বিষয়ে পুলিশকে তথ্য দিচ্ছিলেন।
দিল্লিতে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি কঙ্গনা তবে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় তিনি এক্সে নিজের একটি ভিডিও পোস্ট করে লিখেন, “পাঞ্জাবে সন্ত্রাস ও সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় মর্মাহত…।”
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
তিনি বলেন, “আমি নিরাপদে আছি। সম্পূর্ণ ভালো আছি। ঘটনাটি ঘটেছিল নিরাপত্তা চেক-ইনে। সেই নারী গার্ড আমার পার হওয়ার অপেক্ষায় ছিলেন। সেসময় পাশ থেকে এসে আঘাত করেন। তিনি আক্রমণাত্মক কথাবার্তা বলছিলেন। আমি তাকে জিজ্ঞেস করি, কেন মারলেন। জবাবে তিনি বলেন, তিনি কৃষকদের সমর্থন করেন।
“আমি এখন নিরাপদ। কিন্তু আমার উদ্বেগ হল পাঞ্জাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি নিয়ে। কীভাবে আমরা সেটা সামলাব?”
কঙ্গনাকে চড় মারা ওই কনস্টেবল বলেছেন, ভারতে কৃষক আইনের প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের নিয়ে এক মন্তব্যের জেরে কঙ্গনার ওপর তিনি বিরক্ত ছিলেন। কৃষকরা ‘১০০ রুপির’ বিনিময়ে ভাড়ায় বিক্ষোভে নেমেছে বলে সেসময় মন্তব্য করেছিলেন কঙ্গনা। তিনি কি কৃষকদের বিক্ষোভে রাস্তায় গিয়ে বসবেন?
“আমার মা ওই বিক্ষোভে বসেছিলেন। তিনি কৃষকদের নিয়ে যখন কথা বলেন, তখন আমার মা বিক্ষোভ থেকে প্রতিবাদ জানাচ্ছিলেন।”
২০২০ সালের ডিসেম্বরে কৃষকদের বিদ্রোহে বয়স্ক এক নারীর অংশগ্রহণ দেখে এক্সে কঙ্গনা লিখেছিলেন, ‘১০০ রুপির বিনিময়ে’ ভাড়ায় তারা বিক্ষোভে অংশ নিয়েছেন।
ওই ঘটনায় দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রধান মনজিন্দর সিং সিরসা অভিনেত্রী রানাউতকে এক সপ্তাহের মধ্যে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার আহ্বান জানান। পরে সেই পোস্ট মুছে ফেলেন কঙ্গনা।
ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনের সময় চণ্ডিগড়ে কঙ্গনার প্রচার মিছিল আটকেও দিয়েছিলেন কৃষকরা। কঙ্গনা তখন তার আসন মান্দিতে ফিরছিলেন।
আরও পড়ুন-