নতুন সিজনের ঝলক সৌরভ নিজেই শেয়ার করেছেন ফেইসবুকে।
Published : 13 Aug 2023, 11:43 AM
কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র শুরু হতে যাচ্ছে এক বছর বাদে, এবারে আসছে ‘সিজন ১০’।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনুষ্ঠানটির সঞ্চালক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজেই এ ঘোষণা দিয়েছেন। নতুন সিজনের ঝলক তিনি শেয়ার করেছেন ফেইসবুকে।
ছবিতে দেখা যায়, সাদা শার্টের সঙ্গে নীল স্যুট পরা সৌরভ বসে আছেন বিশেষ এক আসনে। ছবির ক্যাপশনে দেওয়া হয়েছে ‘দাদাগিরি’ সিজন ১০ শুরুর ঘোষণা।
শেয়ারের পর পরই ভাইরাল হয়েছে সৌরভের পোস্টটি। একজন লিখেছেন, “অপেক্ষা করতে পারছি না।“
“সত্যিকারের পারিবারিক বিনোদন,” মন্তব্য আরেকজনের।
লাল হৃদয় চিহ্ন দিয়ে এক ভক্তের ভাষ্য, ‘সত্যিকারের মহারাজাই লাগছে।’
তবে কবে থেকে ‘দাদাগিরি’ শুরু হচ্ছে সেই তারিখ সৌরভ জানাননি। ‘সিজন ৯’ শেষ হয়েছিল গতবছরের জুন মাসে।
দাদাগিরি প্রচার করে কলকাতার টেলিভিশন চ্যানেল ‘জি বাংলা’। শুরু থেকেই সঞ্চালনা করে আসছেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ। অবশ্য তৃতীয় আসরে সঞ্চালনায় এসেছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।
সৌরভ জানালেও ‘জি বাংলা’ থেকে দাদাগিরির এই সিজন শুরুর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে চ্যানেলটি প্রচার করছে নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। নাচের শো শেষ হলে সেপ্টেম্বর থেকে দাদাগিরির নতুন আসর শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।