“সেরে উঠছি, তবে আরোগ্যের গতি খুবই ধীর এবং ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টিশক্তি ফিরে আসতে অনেকটাই সময় লাগবে।’’
Published : 03 Dec 2024, 02:35 PM
গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন আর ‘চোখে দেখতে পাচ্ছেন না’।
দ্য গার্ডিয়ান লিখেছেন, রোববার লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’র প্রিমিয়ারের পর নিজের অসুস্থতার কথা জানিয়েছেন এই গায়ক।
৭৭ বছর বয়সী জন বলেছেন, সংক্রমণের কারণে তার একটি চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েছে, অন্যটিতেও ঝাপসা দেখছেন।
“এক চোখের দৃষ্টিশক্তি শেষ একেবারে। সেটা দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, পড়তেও পাচ্ছি না।”
শ্রোতাদের নিজের কথা বলার সময় আপ্লুত হয়ে পড়েছিলেন এই গায়ক।
তিনি বলেন, “এর আগে অনেকগুলো প্রিভিউয়ে আমি উপস্থিত থাকতে পারিনি। কারণ, আপনারা অনেকেই হয়ত এরি মধ্যে জেনেছেন যে আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। তাই শো দেখা আমার পক্ষে কষ্টকর। কিন্তু শুনতে পেয়েছি, উপভোগও করেছি।”
তবে চিকিৎসায় ‘কাজ হচ্ছে’ বলে ইনস্টাগ্রামের এক পোস্টে জানিয়েছেন এই গায়ক।
তিনি লিখেছেন, “সেরে উঠছি, তবে আরোগ্যের গতি খুবই ধীর এবং ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টিশক্তি ফিরে আসতে অনেকটাই সময় লাগবে।’’
অনুরাগীরা শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
‘স্যাক্রিফাইস’ গানটি দিয়ে এক সময়ে দারুণ জনপ্রিয় হয়েছিলেন জন।
প্রিন্সেস ডায়ানারও খুব ভালো বন্ধু ছিলেন এই গায়ক। ডায়ানার শেষকৃত্যের সময় জনের গাওয়া ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ গানটি নাড়া দিয়েছিল বিশ্বের মানুষকে।