শ্রদ্ধা নিরামিষভোজী মানুষ। তাই তার খাবারের তালিকায় থাকে নিরামিষের নানা ধরনের পদ।
Published : 06 Oct 2023, 04:13 PM
নানা পদের খাবার রেঁধে সেগুলোর ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। এবার অভিনেত্রী বিরিয়ানির ছবি পোস্ট করে খানিকটা শোরগোল তুলেছেন। প্রশ্ন উঠতে পারে বিরিয়ানির ছবিতে এতো শোরগোলের কি হলো?
হিন্দুস্তান টাইমস বলছে, এই শোরগোলের কারণ হল, সেই বিরিয়ানিতে কোনো মাংস নেই। এটি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি বিরিয়ানি!
শ্রদ্ধা নিরামিষভোজী মানুষ, তাই তার খাবারের তালিকায় থাকে নিরামিষের নানা ধরনের পদ। বিশেষ কিছু রান্না করে খাওয়ার আগে, সেসবের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
এবারে খাবারের বাটি হাতে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রদ্ধা লিখেছেন, "হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে।"
ওই ছবির সঙ্গে যুক্ত আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মশলাযুক্ত ভাত; প্লেটে বুন্দি রায়তা এবং আচারসহ পেঁয়াজের কাটা টুকরা।
শ্রদ্ধা বলেন, "এটা কিন্তু মোটেও পোলাও নয়, আমি কাঁঠাল বিরিয়ানি খাচ্ছি।"
এর আগে স্বাধীনতা দিবসের দিন শ্রদ্ধা কাপুরও ইনস্টাগ্রামে তার খাবারের ছবি শেয়ার করেছিলেন।
সেখানে পুরী, ভাজি, বরণ ভাত, কচোরি, ক্ষীর এবং গাভারসহ আরও কয়েকটি মহারাষ্ট্রীয় খাবার ছিল।