‘ভারতের একজন স্পন্সর থাকায় সিদ্ধান্তটি ভারতের পক্ষে গিয়েছিল’, বলছেন সাবেক মিস বার্বাডোস।
Published : 04 Nov 2022, 07:09 PM
বিশ্ব সুন্দরীর যে মুকুট ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মাথায় উঠেছিল দুই দশক আগে, সেই মুকুট পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মিস বার্বাডোজ লেইনারি ম্যাককনি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ম্যাককনি এখন একজন ইউটিউবার। তিনি নিজেও প্রিয়াঙ্কার সাথে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তার দাবি, প্রিয়াঙ্কা খেতাব জিতেছিলেন ‘কারচুপি’ করে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে ওই অভিযোগ তোলেন লেইনানি। তিনি বলেন, “সেসময় মিস ওয়ার্ল্ড এর কর্তাব্যক্তিরা প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকদের সঙ্গে প্রিয়াঙ্কার সখ্য ছিল। সেই সখ্যের জেরে মুকুট ওঠর প্রিয়াঙ্কার মাথায়।”
সেবার প্রতিযোগিতার স্পন্সর ছিল ভারতীয় টেলিভিশন স্টেশন জি টিভি। সে কথা মনে করিয়ে দিয়ে ম্যাককনি বলেন, “প্রিয়াঙ্কা নিজের দেশে আয়োজকদের কাছ থেকে বাড়তি সুবিধা পায়। কোন রিহার্সেলে তাকে দেখা যেত না। এমনকি খাবার তার ঘরে পৌঁছে যেত। সমুদ্র সৈকতে অনান্য প্রতিযোগীদের নিয়ে গ্রুপ ছবি পত্রিকায় ছাপা হলেও প্রিয়াঙ্কার বড় ছবি ছাপা হয়।“
আয়োজকদের দিকে অভিযোগের আঙুল তুলে সাবেক মিস বার্বাডোজ বলেন, প্রিয়াঙ্কার গাউনগুলো যত্ন নিয়ে বানানো হয়েছিল। সাঁতারের পোশাক হিসেবে একটি সারোং পরেছিলেন তিনি, যেমনটা অন্যদের কেউ পায়নি।
“প্রিয়াঙ্কাকে অপছন্দ করার একমাত্র কারণ হচ্ছে, প্রতিযোগিতায় তাকে কাছ থেকে জেনেছি আমি। তিনি মেগান মার্কেলের প্রিয়জন ছিলেন।”
ভিডিওতে লেইলানি বলেন, মিস ইউএসএ ২০২২ প্রতিযোগিতার ‘কারচুপির’ কথা তাকে মিস ওয়ার্ল্ড ২০০০ এর ঘটনা মনে করিয়ে দিয়েছে। ১৯৯৯ এবং ২০০০– এর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পর পর দুজন ভারতীয় জয়ী হওয়াকে তিনি ‘কাকতাল’ বলে মনে করে না।
মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় নিয়ে ২০০২ সালে বলিউডে নাম লেখান প্রিয়াঙ্কা। হিন্দি সিনেমায় রাজত্ব করার পর পাড়ি জমান হলিউডে। সেখানে গত এত দশকে টিভি সিরিজ কোয়ান্টিকো এবং বেওয়াচ ও ম্যাট্রিক্স রেজারেকশনস সিনেমায় তিনি অভিনয় করেছেন।
মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসকে বিয়ে করে বেশিরভাগ সময় এখন যুক্তরাষ্ট্রেই থাকছেন প্রিয়াঙ্কা। আগে নিয়ম করে যুক্তরাষ্ট্র-ভারত আসা-যাওয়া করলেও ২০২০ সালে কোভিড মহামারী এবং গর্ভধারণের পর তার দেশে আসায় ছেদ পড়ে। সম্প্রতি তিনি মেয়েকে নিয়ে দেশে এসেছেন।