শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘স্বাধীন কণ্ঠস্বর: গণ-আন্দোলনে আহতদের জন্য গান’ শিরোনামের এই কনসার্ট।
Published : 20 Sep 2024, 03:25 PM
জুলাই-অগাস্টে বৈষ্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন কণ্ঠস্বর: গণ-আন্দোলনে আহতদের জন্য গান’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
বিকালের এই আয়োজনে গান গাইবে দেশের নয়টি ব্যান্ড। কনসার্টের পাশাপাশি থাকছে ছাত্র-জনতার আন্দোলনের নানা মুহুর্ত নিয়ে চিত্র প্রদর্শনীও।
এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড 'আভাস', 'আর্বোভাইরাস', 'সাবকনশাস', 'এরশাদ জামান', 'তুলকালাম', 'সোনার বাংলা সার্কাস', 'হাইওয়ে', 'ওঙ্কার' ও 'ডোপামিন'।
কনসার্টটি আয়োজন করেছে থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান কাকন গ্লিটজকে বলেন, "আন্দোলনের পর আমি একদিন পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এমন কিছু পরিবার আছে, যাদের সন্তানরা খুব প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ঢাকা কলেজ, তেজগাঁও কলেজে, আশেপাশের কলেজগুলোতে পড়াশোনা করে। যারা এখানে ব্যাচেলর থাকে এবং টিউশনি করে সে নিজেও চলে এবং কিছু টাকা বাড়িতে পাঠায়।
“আন্দোলনে আহত হওয়ার পরে তারা এখনো হাসপাতালে ভর্তি এবং তাদের চিকিৎসার জন্য যে খরচ প্রয়োজন সেটা তার পরিবারের জন্য বড় চাপ। এতে আহতদের শারীরিক সুস্থতার চেয়ে মানসিক চাপটাই বেশি যাচ্ছে। এটা দেখার পর মনে হল তাদের জন্য কিছু করা যায় কী না। সেই উদ্দেশ্য থেকে এই কনসার্টের আয়োজন করি।"
কাকন বলেছেন, হয়ত সবার পাশে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু তারা আহত শিক্ষার্থীদের মধ্য থেকে ৩০-৩৫ জনের একটি তালিকা তৈরি করেছেন। যাদের চিকিৎসায় ‘থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট’ কাজ করবে।
তিনি বলেন, “এটা কোনো চ্যারিটি কনসার্ট না, এই কনসার্ট যোদ্ধাদের জন্য। আমাদের সম্মিলিত আয়োজন, যেখানে সাউন্ড থেকে শুরু করে আর্টিস্টরা সকলেই সাহায্য করছে। বিশেষ সহোযোগিতায় রয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।“
কাকন বলেছেন এই কনসার্টে আহতদের সহযোগিতার জন্য যদি কোন ব্যক্তি অর্থ সহায়তা দিকে ইচ্ছুক হয়ে থাকে, তাহলে এদিন রাত ৮ টার পরে ভেন্যুতে এসে সরাসরি যুক্ত হতে পারবেন।
“অগ্রিম কোন টাকা নেওয়া হচ্ছে না” বলেন কাকন।