যৌনকর্মীদের শিশুদের আঁকা স্বাধীনতা
স্বাধীনতা মানে কী, তার অর্থই রঙ-তুলিতে ফুটে উঠল ঢাকার ধানমন্ডিতে এক বিশেষ প্রদর্শনীতে। ঢাকা, রাজবাড়ী ও ফরিদপুরের যৌনকর্মীদের ৪০ শিশুর ভাবনায় আঁকা ছবিগুলোই ছায়ানটে বৃহস্পতিবার ১০টা থেকে দেখানো হয়। ‘দ্য ফ্রিডম ফান্ড’ নামে এনজিওর এই আয়োজনে স্বাধীনতার গল্প চিত্রকর্মে আঁকে সুবিধাবঞ্চিত ২৫ শিশুও। ঘুরে ঘুরে সেগুলো দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা।