সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত। খোলা থাকবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
Published : 02 Feb 2025, 12:16 AM
বিশ্বের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জুলাই-অগাস্ট অভ্যুত্থানের সংযোগ ঘটাতে এবং এই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণ করতে রাজধানীতে শুরু হয়েছে ‘আ জার্নি থ্রো জুলাই’ প্রদর্শনী।
শনিবার রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে এই চিত্র প্রদর্শনী আয়োজন করে ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ ও 'পিঁপড়া' নামের দুই গবেষণা সংস্থা।
প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
জুলাই আর্কাইভের প্রতিষ্ঠাকালীন সদস্য হাসান ইনাম বলেন, "আমরা শেখ হাসিনা পালানোর পর থেকেই জুলাই আর্কাইভের কাজ শুরু করি। তখন থেকেই বিভিন্ন ছবি, ভিডিও, শহীদদের জীবনী সংগ্রহের কাজ করতে থাকি। আমরা ধীরে ধীরে এটার প্রদর্শনী শুরু করছি।
"একটি ওয়েবসাইট (JulyMesacreArchive.org) ইতোমধ্যে বানানো হয়েছে। আমরা শিগগিরই সেখানে সবকিছু আপলোড শুরু করব।"
'পিপড়া' গবেষণা সংস্থার প্রতিষ্ঠাতা তাশাহুদ আহমের রাফিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন বিপ্লবের একাত্মতা তুলে ধরা হয়েছে।"
রাফিম বলেন, “অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি, গবেষক আলতাফ পারভেজ, নারী অধিকার কর্মী শিরিন হক ও সাংবাদিক শহীদুল আলমের মত ব্যক্তিরা এই প্রদর্শনী দেখতে এসেছিলেন।”