প্রদর্শনীতে বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে; ফুটে উঠেছে বাংলাদেশের শান্তিপূর্ণ জীবনের প্রতিচ্ছবি ও সংস্কৃতি।
Published : 23 Sep 2024, 07:03 PM
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে হয়ে গেল আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের তোলা ছবির প্রদর্শনী ‘শান্তিপূর্ণ বাংলাদেশ’।
নিউ ইয়র্কের জ্যামেইকা কুইন’স সেন্টারে এক দিনের এই প্রদর্শনীতে ফুটে উঠেছে বাংলাদেশের মনোরম প্রকৃতি আর শান্তিময় জীবনের প্রতিচ্ছবি।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেশনাল লিডার পল কিং শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র বিভাগের প্রধান মামুনের এই একক প্রদর্শনীর উদ্বোধন করেন।
জ্যামেইকা কুইন’স সেন্টারের এলহাম অ্যাকাডেমি প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দি ইউএসএ (ইউএনএ-ইউএসএ) কুইন’স চ্যাপ্টারের আউটরিচ কো-অর্ডিনেটর ডা. মুহাম্মদ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, সোহরাব সরকার এবং আন্তর্জাতিক পুরস্কারজয়ী বাংলাদেশি ফটোগ্রাফার তানভীর হাসান রোহান উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর ২০টি ছবিতে বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে। ফুটে উঠেছে বাংলাদেশের শান্তিপূর্ণ জীবনের প্রতিচ্ছবি ও সংস্কৃতি।
প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতি তুলে ধরায় প্রশংসা করেন মুহাম্মদ শহিদুল্লাহ। চোখ জুড়ানো ছবিতে প্রাণবন্ত, শান্তিপূর্ণ জীবন ও সংস্কৃতি ফুটিয়ে তোলায় মুস্তাফিজ মামুনের প্রশংসা করেন পল কিং।
পিস সেন্টার অব ইউএসএ’র সহযোগিতায় সেইভ দ্য পিপল এবং ইউএনএ-ইউএসএ’র যৌথ উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ফটোগ্রাফার মুস্তাফিজ মামুন প্রদর্শনী আয়োজনে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্য প্রচারে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি।