নারী আর প্রকৃতির মেলবন্ধনের ২৮টি ছবি নিয়ে সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে।
Published : 18 May 2024, 09:05 PM
`নয়ন সরসী কেন ভরেছে জলে? কত কি রয়েছে লেখা কাজলে কাজলে’- গেয়েছিলেন প্রখ্যাত গায়ক কিশোর কুমার।
ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে চিত্র প্রদর্শনীতে ঠিক সে রকম এক ছবিতে এক নারীর জলভরা সরসী নয়ন দেখেই মনে পড়ে গানটি।
নারী আর প্রকৃতির মেলবন্ধনের ২৮টি ছবি নিয়ে শনিবার চিত্রশিল্পী মাহফুজা বিউটির সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর নাম ‘উইমেনস জার্নি থ্রো লাইফ।’
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
‘স্টোরি অব মাদারস’, ‘স্টোরি অব বার্ডস’, ‘স্টোরি অব ফ্লাওয়ার’, ‘স্টোরি অব নেচার’, ‘ওয়ে অব লাইফ’ শিরোনামের ছবিগুলোতে নারীর মাতৃত্ব, প্রকৃতি, পাখির গল্প ফুটিয়ে তুলেছেন শিল্পী।
মাহফুজা বিউটি বলেন, “আমি শুধু ছবি আঁকি তা নয়, কবিতা পড়তেও ভালোবাসি, কিছুটা লিখতেও। প্রায় ১৭ বছর আমি ছবি আঁকা থেকে দূরে ছিলাম। নিত্যকার সংসার সামলে ছবি আঁকাটা কি যে কঠিন, সেটি আপনারা বুঝবেন।
“আমি ভেবেছিলাম আমি একটা ছবি আঁকব শান্তি পাওয়ার জন্য। আজকে এখানে আমার একক প্রদর্শনী হচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমি আরও কিছু কাজ করব।”
চোখ আটকায় স্টোরি অব মাদারস শিরোনামের আরেকটি ছবিতে। এর কোলের শিশুকে পরম মমতায় আগলে রাখা মায়ের মুখটি যেন সবার মায়ের স্নেহ মনে করিয়ে দেয়।
স্টোরি অব বার্ডস শিরোনামের ছবিটির দিকে তাকালে মনে হবে যেন পাখিগুলো গল্প করছে, আর কেউ দূর থেকে সেই ছবি ক্যামেরায় ধারণ করেছে।
শিল্পীর ছবি ও তার সংগ্রামের গল্প তুলে ধরে আরেক চিত্রশিল্পী আবদুল মান্নান বলেন, “তার ছবির ধরণ, রঙের ব্যবহার, ড্রয়িং, সব কিছু মিলিয়ে একটা ভিন্ন স্বাদ পাওয়া যায়। বিউটির ছবিতে বিউটি আছে। সংসার সামলে, স্বামী-সন্তান সামলে তারপর তাকে ছবিগুলো আঁকতে হয়েছে। এর থেকে আমরা একটা শিক্ষাও নিতে পারি যে কোনো বাধাই বাধা নয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ফরিদা জামান বলেন, “পুরুষ শিল্পী, নারী শিল্পী বলে কথা না, শিল্পী তো শিল্পীই। আমরা সে জায়গাটা থেকে কাজ করি। প্রতিকূলতা তো থাকেই। আমাদের দেশের ছবিগুলোর একটা স্বকীয়তা আছে, সেটা মাহফুজার ছবিতেও আছে। অনেক ধরনের কাজ হচ্ছে দেশে। বিভিন্ন আইডিওলজি থেকে শিল্পীরা কাজ করছে।”