৭৪টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত।
Published : 12 Jul 2024, 09:47 PM
প্রাচীন যুগে ছবি আঁকতে ব্যবহার হত চারকোল ও বিভিন্ন প্রাকৃতিক রঙ; সেই মাধ্যমে বর্তমান যুগের শিল্পীদের আঁকা ছবি শোভা পাচ্ছে ঢাকার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে।
এ গ্যালারিতে শুক্রবার থেকে ১০ দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৭৪টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, চাঁদের মনোমুগ্ধকর দৃশ্যের নিচে গাছের ছায়ায় ঘেরা ঘর, রিকশায় গা এলিয়ে পা ছড়িয়ে শ্রমজীবী মানুষের বিশ্রামের দৃশ্য- এমন সব চিত্রকর্মে জীবনের নানা রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।
প্রদর্শনী উদ্বোধন করে চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ বলেন, “প্রায় ২৮ হাজার বছর আগে মানুষ চারকোল দিয়ে ছবি আঁকত। গুহাতে যখন মানুষ ছবি আঁকত তখন এই চারকোল জনপ্রিয় ছিল। সেই চারকোল মডিফাই করে কিন্তু এখন আমরা ছবি আঁকি।”
শিল্পী তরুণ ঘোষ বলেন, “শিল্পের মাধ্যম হিসাবে মানুষ প্রাকৃতিক রঙ প্রাচীনকাল থেকেই ব্যবহার করে আসছে। আমাদের দেশে কাঠ কয়লার ড্রয়িং বা পোট্রেট ছাড়া মূল মাধ্যম হিসাবে প্রচলিত হয়ে ওঠেনি। একরকম নিজের আগ্রহ থেকেই এ মাধ্যমটির চর্চা করি বেশ কয়েক বছর আগে থেকেই।
“ছোটবেলায় পুরনো ইটের টুকরা দিয়ে দেওয়ালে আঁকিবুকির যে ঝোঁক ছিল, তার প্রতিফলন হয় চারকোল ও প্রাকৃতিক রঙ মিশ্রণের মধ্য দিয়ে। আঁশির দশকে সেই পোড়া কাঠ কয়লার কালো ও প্রাকৃতিক রঙের মিশ্রণ রহস্য হয়ে ধরা দিয়েছিল। এই প্রাকৃতিক রঙ সবসময় আমাকে আকৃষ্ট করেছে। বহুমাত্রিক শিল্পের দর্শন যা কোনো নির্দিষ্ট সময়কালের সীমায় বদ্ধ রাখা যায় না।”
আয়োজকরা জানান, শিল্পী তরুণ ঘোষের তত্ত্বাবধানে গত ১৬ থেকে ১৮ জুন তিন দিনের একটি কর্মশালা হয়েছে ভূমি গ্যালারিতে। কর্মশালায় ১৫ জন শিল্পী উপস্থিত হয়ে ছবি এঁকেছেন, আর চারজন শিল্পী বিদেশে থেকেও কর্মশালাটিতে যুক্ত থেকেছেন। মূলত এই ১৯জন শিল্পীর চিত্রকর্ম নিয়েই এই প্রদর্শনী।
ঢাকার আর্ট গ্যালারি ‘ভূমি’ ও ‘শিল্পাঙ্গন’ সংগঠন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে, যা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- বীরেন সোম, তরুণ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, আফরোজা জামিল কনকা, মোহাম্মদ ইকবাল, জাভেদ জলিল, কারু তিতাস, রেজাউল হক লিটন, মাহমুদুর রহমান দিপন, অনুকূল চন্দ্র মজুমদার, সুলেখা চৌধুরী, এ এইচ ঢালি তমাল, বিপ্লব বিপ্রদাশ, হাসুরা অখতার রুমকি, মঞ্জুর, ফারজানা রহমান ববি, সোনিয়া বিনতে হাসান ও এনামুজ জাহিদ।
ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইফুর রহমান লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোড়া কাঠ কয়লা বা ইটের গুড়ো ব্যবহার করে দেয়ালে কিন্তু আমরাও নানা রকম ছবি এঁকেছি। এটি চিত্রকলার অনেক প্রাচীন একটি মাধ্যম৷ আমরা সেই ধারাটিই এ প্রজন্মের শিল্পীদের নিয়ে ভিন্নভাবে নিরীক্ষা করেছি।"
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী বীরেন সোম, শিল্পী সুলেখা চৌধুরী বক্তব্য দেন।