৫৯ বছর বয়সী ডাউনিকে দুই সিনেমায় পাওয়া যাবে গল্পের প্রধান ভিলেন ‘ডক্টর ভিক্টর ভন’ ডুম চরিত্রে।
Published : 29 Jul 2024, 04:40 PM
মার্ভেলের দুনিয়ায় ফিরে আসছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।
বিবিসি জানিয়েছে, পাঁচবছর পর ডাউনির মার্ভেলের সিনেমায় এই প্রত্যাবর্তন ঘটছে ‘আয়রন ম্যান’ চরিত্রে নয়। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন দুই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে ডাউনি জুনিয়রকে।
এই দুই সিনেমার একটি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’; মুক্তি পাবে ২০২৬ সালের মে মাসে। অন্যটি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’; যা প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের মে মাসে।
৫৯ বছর বয়সী ডাউনিকে এ দুই সিনেমায় পাওয়া যাবে গল্পের প্রধান ভিলেন ‘ডক্টর ভিক্টর ভন ডুম’ চরিত্রে।
যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে শনিবার রাতে কমিক-কন উৎসবে দুই সিনেমার আগমনী খবর জানানো হয় নাটকীয়ভাবে।
অনুষ্ঠানের মঞ্চে প্রযোজক কেভিন ফেজ বলেন, “কমিকসের দুনিয়ার সবচেয়ে জটিল চরিত্র ডক্টর ডুমকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের দরকার হবে একজন অভিনেতাকে।”
এই কথা বলে তিনি একপাশে সরে যান। তখন দেখা যায়, মুখে মুখোশ এঁটে এবং জলপাই রঙা পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন একদল মুখোশ পরা মানুষের সঙ্গে।
সামনে দাঁড়ানো মানুষটি তার মুখোশ খুলতেই দেখা গেল তিনি রবার্ট ডাউনি জুনিয়র।
সঙ্গে সঙ্গে দর্শকের চিৎকার ও করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।
মুখোশ হাতে গম্ভীর ডাউনি উচ্চারণ করেন একটি বাক্য, ‘মুখোশ নতুন, কিন্তু কাজ এক’।
অনুষ্ঠান শেষে ডাউনি সাংবাদিকদের বলেন, “আমি জটিল চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।”
‘ডুমসডে’ ও ‘সিক্রেট ওয়ারস’ দিয়ে মার্ভেলের দুনিয়ায় শুধু ডাউনি জুনিয়র ফিরছেন তা নয়, প্রত্যাবর্তন হচ্ছে পরিচালক জুটি রুশো ব্রাদার্সেরও। এই সিনেমাটি দুটি তারাই পরিচালনা করবেন।
মার্ভেল কমিকসের চরিত্র ‘আয়রন ম্যান’ চরিত্রের প্রতি ডাউনির ভালোবাসা ছিল শৈশব থেকে। পরে তিনি নিজেই ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় তৈরি করেন।
এই সিনেমার সিক্যুয়েল হয়েছিল দুইটি।
ডাউনিকে ২০১৯ সালে সর্বশেষ মার্ভেলের ‘অ্যাডভেঞ্চার্স: এন্ডগেম’ সিনেমায় পাওয়া যায়।
ডাউনি ১৯৯৩ এবং ২০০৯ সালে দুইবার অভিনয়ের জন্য অস্কারে মনোনীত হলেও তার ঝুলিতে অস্কার আসে চলতি বছরে। এবারে ‘ওপেনহাইমার’ সিনেমায় পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার অস্কার জিতেছেন এই অভিনেতা।