শিমুল মুস্তাফার আবৃত্তিতে ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালায় গয়ে গেল তার একক আবৃত্তি অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2022, 07:06 PM
Updated : 7 Oct 2022, 07:06 PM

শারদ সন্ধ্যায় কবিতার ছন্দে ছন্দে ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ বইয়ে দিলেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালায় তার এই একক আবৃত্তি অনুষ্ঠান হয়। 

‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ শিরোনামের এই আয়োজনে শিমুল মুস্তাফা বাংলা সাহিত্যের খ্যাতিমান কবিদের কবিতা আবৃত্তি করেন। 

এর মধ্যে ছিল জীবনানন্দ দাশের 'আট বছর পর', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কেউ কথা রাখে নি' শক্তি চট্টপাধ্যায়ের 'অবনী বাড়ি আছো', নাজিম হিকমতের 'জেলখানার চিঠি', হেলাল হাফিজের 'কষ্ট'সহ বেশ কিছু কবিতা।

 বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। 

দীপু মনি বলেন, "বাংলাদেশে রাজনীতির সঙ্গে হাত ধরাধরি করে থাকবে সংস্কৃতি। আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক।" 

সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানে আসাদুজ্জামান নূরকে ‘আজীবন সম্মাননা’, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহকে ‘শব্দ সারথি পদক’ এবং ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সিমা হামিদকে ‘বৈকুণ্ঠ সম্মাননা পদক’ দেওয়া হয়।