“আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।”
Published : 30 Aug 2024, 02:49 PM
কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসকে ধর্ষণ-হত্যার ঘটনায় সরব হয়েছেন বলিউডি অভিনেত্রী শাবানা আজমি। সমাজ থেকে এই অপরাধ সমূলে নির্মূলের জন্য নারীদের পণ্য রূপে ব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস লিখেছে পুনেতে একটি অনুষ্ঠানে গিয়ে এ বিষয়ে কথা প্রসঙ্গে শাবানা বলেছেন ধর্ষণ ঠেকানোর মূল উপায় হল সামাজিক চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, “যা ঘটেছে তা ভয়ঙ্কর। এবং এই অপরাধ ঘটেই চলেছে। আমি রিরক্ত এবং বিস্মিত। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পরও এগুলো ঘটে চলেছে।
“প্রথমত নারীদের পণ্য রূপে ব্যবহার করাটা বন্ধ করতে হবে। এবং আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।’’
কেবল শাবানা আজমী নন, বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনীও আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তি দাবি করেছেন।
বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী হেমা মালিনী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হেমা বলেন, “পশ্চিমবঙ্গে যা হচ্ছে, ভালো হচ্ছে না। বিজেপি কর্মীরাই তো শুধু প্রতিবাদ করেছেন। যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমি মমতাজিকে অনুরোধ করব, যেটা সঠিক, সেটা করুন। আর দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। দোষীর দ্রুত সাজা হওয়া উচিত।”
গত ৯ অগাস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের শিকার হন ৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসক। গত ৮ অগাস্ট থেকে তিনি টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন, রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান। সেখানে সকালে তার মরদেহ পাওয়া যায়।
ময়নাতদন্তে নিহত চিকিৎসকের শরীরে চরম যৌন নির্যাতনের প্রমাণ মেলে। এরপরই উত্তাল হয়ে ওঠে আর জি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি।
তখন থেকেই ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে। চিকিৎসকদের কর্মবিরতিও পালন করেছেন। ক্ষোভে-প্রতিবাদে রাস্তায় নেমেছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও।
তবে ঘটনা ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠেছে শাসক দল বিজেপিসহ নানা মহল থেকে।