"তিনি সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। সেখানে পদে না থেকেও নিজেকে সাধারণ সম্পাদক দাবি করেছেন তিনি”, বলেন সমিতির সাংগঠনিক সম্পাদক জয়।
Published : 21 Jan 2025, 07:13 PM
‘বেশ কিছু কারণে’ অভিনেত্রী নিপুণ আক্তারের সদস্যপদ ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
গত রোববার কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
তিনি গ্লিটজকে বলেন,"বেশ কিছু অভিযোগের কারণে নিপুণ আপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি গত ২৪ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন।
"সেখানে তিনি পদে না থেকেও নিজেকে সাধারণ সম্পাদক দাবি করেছেন। এটি সমিতির নিয়মবহির্ভূত।"
জয় বলেন, "শুধু এই ঘটনা নয়, তিনি গঠনতন্ত্র পরিপন্থি আরও কাজ করেছেন। এর আগে তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন।
“কার্যনির্বাহী পরিষদ থেকে তাকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে তিনবার। কিন্তু উত্তর মেলেনি। এজন্য সর্বসম্মতিক্রমে 'অনির্দিষ্টকালের' জন্য সদস্যপদ স্থগিত করা হয়েছে। "
সদস্যপদ স্থগিতের বিষয়টি নিয়ে জানতে নিপুণের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
গেল বছরের ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) নির্বাচন হয়। সেখানে সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে হেরে যান নিপুণ।
পরে ফল স্থগিত চেয়ে আদালতে রিট আবেদন করেন তিনি। হাই কোর্ট তখন ছয় মাসের জন্য ডিপজলকে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন।
এরপর গত ২০ মে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করেন ডিপজল।
আরও পড়ুন:
'অ্যাকশনে' যাচ্ছে শিল্পী সমিতি, সদস্যপদ হারাতে পারেন নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন: নিপুণের রিট নিয়ে প্রশ্ন সোহেল রানা-সুচন্দার