ক্যাটরিনার পরিকল্পিত কাজ ‘হাতিয়ে নেওয়ার’ অভিযোগে পার্টিতে বান্টির উপরে রাগে ফেটে পড়েছিলেন নায়ক।
Published : 26 Oct 2024, 02:48 PM
বলিউডি অভিনেতা সালমান খানের জীবনে ক্যাটরিনা অধ্যায় বহু আগে শেষ হলেও, ভাইজানের এই ‘নাজুক সময়ে’ তার সাবেক ‘প্রেমিকাকে’ নিয়ে একটি খবর ঘুরপাক খাচ্ছে সংবাদমাধ্যমে।
আনন্দবাজার লিখেছে, মুম্বাইয়ে একবার এক পার্টিতে একজন প্রযোজকের সঙ্গে সালমানের বাগবিতণ্ডা বাঁধে, যা রূপ নেয় হাতাহাতিতে। এর কারণ ছিলেন নায়িকা ক্যাটরিনা কাইফ।
সময়টা ছিল ২০১১ সাল। অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমান ও ক্যাটরিনা। সেখানে দেখা হয় প্রযোজন বান্টি ওয়ালিয়ার সঙ্গে। ওই সময় ক্যাটরিনা সিনেমায় অর্থলগ্নির কথা ভাবছিলেন।
এই নায়িকা চেয়েছিলেন, ফরাসি সিনেমা ‘সুইন্ডলার্স’র হিন্দি সংস্করণ আনবেন তিনি, আর সেখানে নায়িকা হবেন তার বোন ইসাবেলা।
যদিও শেষ পর্যন্ত সেই ফরাসি সিনেমার স্বত্ব কিনে ওঠা হয়নি অভিনেত্রীর। কারণ বান্টি ওয়ালিয়া ওই সিনেমার স্বত্ব কিনে নিয়েছিলেন। বান্টিকে দেখে ওই কথা মনে করে চটে যান সালমান।
ক্যাটরিনার পরিকল্পিত কাজ ‘হাতিয়ে নেওয়ার’ অভিযোগে পার্টিতে বান্টির উপরে রাগে ফেটে পড়েছিলেন নায়ক। কথা কাটাকাটি থেকে প্রায় হাতাহাতি শুরু হওয়ার মত পরিস্থিতি তৈরি হলে সঞ্জয় দত্তের সহকারী ধর্ম ওবেরয় এসে বিষয়টি সামাল দেন। ওই পার্টি থেকে বান্টি ওয়ালিয়াকে সরিয়েও নেওয়া হয় সেদিন।
নিজের ক্যারিয়ারের চতুর্থ সিনেমাতেই সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা। এরপর বলিউডে এই নায়িকার ক্যারিয়ার গড়তে নেপথ্য ‘অভিভাবক’ হয়ে যান সালমান।
প্রকাশ্যে কখনই দুজনে তাদের প্রেম নিয়ে সরব হননি, কিন্তু তাদের অঘোষিত ‘প্রেম’ কাহিনীতে বুঁদ হয়ে থেকেছে বলিউড।
একবার এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, তিনিই ক্যাটরিনার ‘ত্রাতা ও অভিভাবক’। আবার এও বলেছিলেন, ক্যাটরিনার যে কোনো বিপদে তিনি এগিয়ে আসবেন। কেননা ক্যাটরিনার ভালো-মন্দ বিষয় নিয়ে ‘তাকে ভাবতে হয়’।
পরে অবশ্য সালমান ও রণবীর কাপুরের সঙ্গে ‘প্রেমপর্ব বিদায় দিয়ে’ ভিকি কৌশলকে পছন্দ করেন ক্যাটরিনা।
এরপর ২০২১ সালে রাজস্থানের ৭০০ বছরের পুরনো এক রাজপ্রাসাদে মহা ধূমধামে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা ও কৌশল।
তবে ক্যাটরিনার বিয়ের রাতে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন সালমান খান।
এক যুগ আগে প্রেমের ইতি ঘটলেও একসঙ্গে সিনেমা করে যাচ্ছেন সালমান-ক্যাটরিনা। তাদের সর্বশৈষ সিনেমা ছিল ‘টাইগার ৩’।