প্রশ্নটি ছিল ক্যাটরিনা কাইফের।
Published : 30 Oct 2022, 09:15 PM
সালমান খান অধ্যায় বহু আগে শেষ ক্যাটরিনা কাইফের; কিন্তু সালমান খানেরও কি? ভাইজানের কথায় তেমনটা না ভাবার কারণ রয়েছে, হোক না তা রসিকতার ছলে।
সম্প্রতি বিগ বস ১৬ এ প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার মুখোমুখি হয়েছিলেন সালমান। সেখানে ক্যাটরিনার এক প্রশ্নে তার স্বামী ভিকি কৌশলের উপর নজরদারির গোপন ইচ্ছার কথা প্রকাশ করেন সালমান।
সেলিব্রেটিদের নতুন সিনেমা প্রচারের একটি বড় প্ল্যাটফর্ম হচ্ছে ‘বিগ বস’। ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদি ও ইশান খট্টর তাদের আসন্ন সিনেমা ’ফোন ভূত’র প্রচারের জন্য হাজির হয়েছিলেন এই রিয়েলিটি শোতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিগ বসের আগামী পর্বের এক প্রোমোতে সালমান ও ক্যাটরিনার খুনিসুটিতে মেতে ওঠার এক দৃশ্য দেখা যায়।
‘ভূত হয়ে গেলে সালমান কার উপর গোয়েন্দাগিরি করতে চান- এমন প্রশ্ন সেখানে ছুড়েছিলেন ক্যাটরিনা।
জবাবে সালমান বলেন, “একটি ছেলে রয়েছে। খুব মিষ্টি, খুব যত্নবান। কিন্তু সাহসী কি? যার নাম শুনলে আপনার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে।”
এক বছর আগেই ধুমধাম করে বিয়ে সারেন ক্যাটরিনা ও ভিকি। সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বলিউডে বহুল চর্চিত বিষয়। এরপর রণবীর কাপুরের সঙ্গেও তার লিভ-ইন চলে।
বিগ বসের সেটে সালমন ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচের মুদ্রাও শিখে নেন ক্যাটরিনার কাছ থেকে।আর ‘ফোন ভূত’র ‘কালি তেরি গুট’ গানে সালমনের সঙ্গে নেচেছেন সিদ্ধান্ত ও ঈশান।
এক যুগ আগে প্রেমের ইতি ঘটলেও একসঙ্গে সিনেমা করে যাচ্ছেন সালমান-ক্যাটরিনা। আগামী বছরই মুক্তি পাবে তাদের টাইগার ৩ সিনেমা।