দেড় বছর ধরে গল্পটি নিয়ে গবেষণা করেছেন পরিচালক।
Published : 20 Aug 2022, 04:54 PM
প্রথম পর্ব দেখেই সোশাল মিডিয়ায় হইচই পড়ে গেছে; ওয়েব সিরিজ কারাগারের দ্বিতীয় পর্বের জন্য দর্শকদের অপেক্ষা এখন ছটফটানিতে রূপ নিয়েছে।
তানভীন ইসলাম নামে এক দর্শক কারাগারের কয়েকটি দৃশ্যের ছবি সোশাল মিডিয়ায় দিয়ে লিখেছেন, “তুফান শুরু হয়ে গেছে।”
নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইঙ্গিত দিলেন, দ্বিতীয় পর্বে তুফান ‘বড় ধাক্কা’ হয়ে আসবে।
“দ্বিতীয় পর্বে আরও বড় ধাক্কা আসছে। দর্শককে ভাবাবে, কাঁদাবে, স্তব্ধ করবে এমন সব উপাদান আছে।”
বৃহস্পতিবার রাতে হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজ কারাগার। তাকদীরখ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর সঙ্গে সিরিজটি পরিচালনায় রয়েছেন সালেহ সোবহান অনিম। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুর মতো শিল্পীরা।
এই ওয়েব সিরিজে দেখা যায়, একটি কারাগারের ১৪৫ নম্বর সেলে হঠাৎ করে এক বন্দি হাজির। দীর্ঘদিন যে সেল বন্ধ ছিল, যে সেলের তালার সিলগালা করা হয়েছে, চাবি হারিয়ে গেছে, তালা কেটে ভেতরে ঢুকতে হয় খোদ জেল খানার বড় কর্মকর্তাকেই, সেখানে এক কয়েদির আগমন। কয়েদি দাবি করেন, তিনি নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার মীরজাফরকে খুন করে জেলে আছেন। এর আগে ছিলেন আন্দামানসহ বিভিন্ন জেলে। কয়েদি কথা বলতে পারেন না। ইশারা ভাষার আশ্রয় নিয়ে যোগাযোগ করতে হয়।
সাধারণত এ ধরনের গল্প যত আগায়, তত জট খুলতে থাকে। কিন্তু শাওকির কারাগার যত এগোয়, তত জট পাকাতে থাকে। জট পাকাতে পাকাতেই শেষ হয়।
এরপর আসে দ্বিতীয় পর্বের ঘোষণা। সব রহস্যের সমাধান যে দ্বিতীয় পর্বে তা বুঝতে দর্শকের কষ্ট না হলেও, রহস্যের গতি প্রকৃতি বুঝতে যথেষ্ট বেগ পেতে হবে তা স্পষ্ট।
শাওকি বললেন, “প্রথম পর্বে সব ক্লু দেওয়া আছে। প্রথম পর্বের ক্লু অনুযায়ী সব যখন মিলতে শুরু করবে, দর্শক একের পর এক ধাক্কা খাবে। প্রথম পর্বের কম গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দ্বিতীয় পর্বে ‘খেল’ দেখাবে।”
তাকদীরের পরিচালকের ভাষ্যে, “এক-দেড় বছর ধরে গল্পের নানা দিক নিয়ে কাজ করা হয়েছে। একটি জমজমাট সিরিজ হতে যা যা লাগে, তার সবই আছে কারাগারে।”
কবে দ্বিতীয় পর্ব আসবে- জানতে চাইলে তিনি বলেন, “দুই মাসের ভেতর আমি দ্বিতীয় পর্ব রেডি করে জমা দিব। বাকিটা হইচই জানে। তবে তারা আগামী বছরের শুরুর দিকে দ্বিতীয় পর্ব মুক্তি দিবে বলে মনে হয়।”
তার মানে দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অপেক্ষা করতে হবে চার মাসের বেশি। এত দীর্ঘ অপেক্ষার কারণ জানতে চাইলে হইচই বাংলাদেশের জনসংযোগ ও বিপণন কর্মকর্তা ফয়সাল মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে আশফাক নিপুণ পরিচালিত মহানগর টু আসবে। এটাও দর্শকদের প্রতীক্ষিত একটি কাজ। এরপর চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই আসবে কারাগারের দ্বিতীয় পর্ব।
আমাদের হাতে এখন কারাগার দ্বিতীয় পর্ব আর মহানগর টু নিয়েই ভাবনা। যেটা আগে হাতে পাব সেটাই মুক্তি দেব। ”
কারাগারের দ্বিতীয় পর্বই শেষ হবে জানিয়ে ফয়সাল বলেন, “এত বড় বড় অভিনেতা নিশ্চয় ছোট খাটো কোনো চরিত্রে অভিনয় করবেন না। ফলে প্রথম পর্বে যাদের দেখা গেছে তারা সবাই দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এবং দ্বিতীয় পর্বের গল্প যেদিকে মোড় নেবে তাতে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম নড়েচড়ে উঠবে। বড় ধাক্কা আসছে।”
শাওকী ও ফয়সাল উভয়েই বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ে গা হিম করে দেওয়ার মতো অনেক গল্প প্রচলিত আছে। কথিত আছে গাজী পীর নামে সত্যিই একজন কয়েদী হঠাৎ করে হাজির হয়েছিল জেলের একটি সেলে। সে কোথা থেকে আসছিল কেউ জানে না। তাকে নিয়ে বলা হতো, ‘গাজী বাবার এক ছোঁয়া, সবকিছু ধোঁয়া ধোঁয়া।’জেলের ভেতর সেই পীরের মাজার আছে। ইতিহাস ও তথ্য উপাত্ত নিয়েই সিরিজটি বানানো হয়েছে। কারাগারের গল্প দীর্ঘ গবেষণার ফল।
কারাগারের প্রথম পর্বে অনেক প্রশ্ন থেকে যায়। তা নিয়ে শাওকী বললেন, “প্রথম পর্ব গল্পের স্ট্র্যাকচার। দ্বিতীয় পর্বে সব খোলাসা হবে। এমন কী মীরজাফরের খুনির বিষয়টাও জানা যাবে।”
কারাগারের সাফল্যে উচ্ছ্বসিত ফয়সাল মাহমুদ বলেন, “আমাদের সামনে আরও ভালো ভালো কাজ আছে। আমরা চাই, বাংলাদেশের কনটেন্ট বাংলা ভাষার কনটেন্টের উপর রাজত্ব করবে।”