দেশে পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।
Published : 20 Jan 2024, 10:27 AM
দেশ ও দেশের বাইরে ১৮৪টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। কানাডা-যুক্তরাষ্ট্রের ১৫০টি ও বাংলাদেশে ৩৪টি সিনেমা হলে শুক্রবার থেকে এই সিনেমা চলবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে।
উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। দেশে পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।
সিনেমার প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেন, “বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের এসএকেএস শাখার প্রথম দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে। বসুন্ধরা শাখাতেও শেষ হওয়ার পথে।”
‘অন্তর্জালে’ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মোহাম্মদ বারী, মাশরুর ইনান ও অমিত সিনহা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
অন্তর্জালের নির্মাতা দীপংকর দীপন বলেন, “সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের আলোচিত ইস্যুগুলোর প্রেক্ষিতে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)