ছবিতে দেখা যায়, শ্যুটিং সেটে সার্কিটকে বুকে টেনে নিয়েছেন মুন্না ভাই। পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন পরিচালক হিরানি।
Published : 24 Jan 2024, 12:02 PM
বলিউডের দারুণ জনপ্রিয় ‘মুন্না ভাই এমবিবিএস’ সিরিজের তৃতীয় কিস্তি আসছে কি আসছে না, এই নিয়ে কৌতুহল বা আলোচনা চলেই। এ সিনেমার প্রধান দুজন মুন্না ভাই চরিত্রের সঞ্জয় দত্ত এবং তার স্যাঙাত সার্কিট চরিত্রের আরশাদ ওয়ার্সি ও নির্মাতা রাজকুমার হিরানির একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আর তাতে সিনেমার তৃতীয় কিস্তি নিয়ে জল্পনায় মেতেছেন অনেকে। তাদের নিয়ে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমও। কিন্তু এখন জানা গেল, এই তিনজনের এই ছবিটি একটি বিজ্ঞাপন দৃশ্যের শুটিংয়ের সময়ে তোলা।
ছবিতে দেখা যায়, শ্যুটিং সেটে সার্কিটকে বুকে টেনে নিয়েছেন মুন্না ভাই। পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন পরিচালক হিরানি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দর্শক বা অভিনয়শিল্পীর আগ্রহ যতই থাকুক না কেন, 'মুন্নাভাই ৩' তৈরি হওয়ার সুযোগ নেই বললেই চলে। কারণ সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে রাজু হিরানির সেই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা মিটমাটেরও কোনো লক্ষণ নেই। আর হিরানিও ব্যস্ত শাহরুখ খানের সঙ্গে তার নতুন সিনেমা ‘ডানকি' নিয়ে।
২০০৩ সালে মুক্তি পায় সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’। সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায় তাদের মুন্না ভাই ও সার্কিট চরিত্র দুটি।
এরপর সঞ্জয়কে নিয়েই ২০০৬ সালে এর সিক্যুয়েল ‘লগে রহো মুন্না ভাই’ করেন হিরানি। এরপর নির্মাতা নিজেও কয়েকবার ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় সিনেমা নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। সংবাদসূত্র: নিউজ এইট্টিন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)