আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘গানওয়ালাদের গান’ কনসার্ট।
Published : 14 Oct 2024, 03:28 PM
নিজের লেখায় নিজেই সুর বেঁধে সেটি কণ্ঠে তুলে নেন গায়ক গায়ক জয় শাহরিয়ার জয়। তার অনেকদিনের পরিকল্পনা ছিল দেশের গায়ক-গীতিকারদের দর্শকদের সামনে মঞ্চে নিয়ে আসার।
সেই ভাবনা থেকে একটি কনসার্টের আয়োজন করেছেন জয়। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সেই আয়োজনে গান গাইবেন সাত গায়ক-গীতিকার।
জয় গ্লিটজকে বলেছেন, কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘গানওয়ালাদের গান’।
কনসার্টটি আয়োজন করেছে গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’।
প্রতিষ্ঠানের কর্ণধার ও গায়ক জয় গ্লিটজকে বলেন, "দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল সিঙ্গার-সং রাইটারদের এক মঞ্চে নিয়ে আসার। সেই পরিকল্পনা থেকেই এই আয়োজন। আমাদের গানে সিঙ্গার-সং রাইটারদের বিচরণ অনেক আগে থেকেই। আর এই শিল্পীদের খুঁজে আমরা তাদের নাম দিয়েছি গানওয়ালা।"
শিল্পীদের নিয়ে জয় আরও বলেন, "গানওয়ালারা কিন্তু নিজেদের মত করেই থাকেন। একটু আড়ালে থাকেন, নিজের গান নিজেই লিখেন। তাদের আলাদা কিছু দর্শন থাকে।
“আমিও নিজের গান নিজেই লিখি। তাই এই বিষয়টি অনুভব করতে পারি। আশা করছি এই আয়োজনে আমরা সাতজন দর্শক শ্রোতাদের একটি সুন্দর সময় উপহার দিতে পারব।"
‘গানওয়ালাদের গান’ কনসার্টে জয়সহ আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী লিমন, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, সুহৃদ স্বাগত ও ব্যান্ড 'কাকতাল'।
কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৪টায়; শেষ হবে রাত সাড়ে ৮ টায়।
কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে।