“আমি দুইতিন মাস ভালো করে কিছু দেখতে পর্যন্ত পাইনি।”
Published : 02 Nov 2024, 10:28 AM
কিছুদিন ধরে চোখে মোটা ফ্রেমের চশমা পরছেন ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা অজয় দেবগন। তবে সেই চশমা ফ্যাশনের জন্য নয়।
‘সিংহম এগেইন’ সিনেমায় অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের জন্য চোখে আঘাত পেয়েছিল অজয়, তাই বাধ্য হয়ে নায়কের চোখে ওঠে চশমা।
সম্প্রতি ‘বিগ বস’র শুটিংয়ে এসে ওই দুর্ঘটনার কথা জানিয়েছেন অজয়। ওই অনুষ্ঠানে অজয় গিয়েছিল তার সিনেমা ‘সিংহম এগেইন’র প্রচারে।
অজয় বলেন, “অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, চোখে একটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে আমাকে। আমি দুতিন মাস ভালো করে কিছু দেখতে পর্যন্ত পাইনি।”
অজয়ের এ কথায় বিগ বসের সঞ্চালক অভিনেতা সালমান বলেন, “যুদ্ধের ময়দানে এসব তো হবেই।”
তবে এখন অনেকটাই ভাল আছেন বলেওই জানিয়েছেন অজয়।
শুক্রবার মুক্তি পেয়েছে রোহিত শেঠির ‘সিংহম এগেইন’; এই ফ্র্যাঞ্চাইজির অন্য কিস্তির মত এবারে অজয় হয়েছেন পুলিশ কর্মকর্তা।
পুলিশি রাজ্য নিয়ে ‘সিংহম’ সিনেমা শেঠি উপহার দিয়েছিলেন ২০১১ সালে। এরপর এই সিনেমার সিক্যুয়েল ‘সিংহাম রিটার্নস’ মুক্তি পায় ১০ বছর আগে, যা হয়েছিল হিট।
তৃতীয় পর্বে অজয় ছাড়াও আছেন রাণবীর সিং এবং অক্ষয় কুমার।
তাদের সঙ্গে নারী পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর।
আরো আছেন জ্যাকি শ্রফ। এছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।