স্কুলে থাকাকালীন নারী শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার শনাক্তের সময় নিপীড়িত হয়েছিলেন বলে দাবি করেন এই মডেল ও উদ্যোক্তা।
Published : 13 Oct 2022, 12:26 AM
কৈশোরে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা প্রকাশ্যে আনলেন আমেরিকান মডেল ও উদ্যোক্তা প্যারিস হিলটন।
তার বয়স এখন ৪১ বছর; ২৪ বছর আগে তিনি বিরূপ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন।
১৭ বছর বয়সে উটাহের প্রোভো ক্যানিয়ন স্কুলে থাকাকালীন নারী শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার শনাক্তের সময় ঘটনাটি ঘটে।
প্যারিস বলেন, “গভীর রাত, ৩ বা ৪টার মতো হবে; তারা আমাকে এবং অন্যান্য মেয়েদের মেডিকেল পরীক্ষা করতে একটি ঘরে নিয়ে যায়। যদিও আমি জানি না তারা আদতেই কী করছিল, অবশ্যই তারা ডাক্তার ছিল না।
“এই ভীতিকর ঘটনাটি বহু বছর আমি স্মৃতিতে বন্দি করে রেখেছিলাম। আজকাল বিষয়টি ফিরে ফিরে আসছে। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে এখন মনে হচ্ছে, বিষয়টি যৌন নির্যাতনই ছিল।”
প্যারিস বলেন, ‘ওষুধ খাওয়া অবস্থায় আমি ঠিক বুঝতে পারিনি, কী ঘটছে। তারা একটি টেবিলে শুইয়ে পা ছড়িয়ে সার্ভিকাল পরীক্ষায় দিতে আমাকে বাধ্য করেছিল। আমাকে চেপে ধরায় কেঁদেছিলাম, আমি নিষেধ করছিলাম তাদের। তারা আমাকে চুপ করতে বলে এবং জোরাজুরি বন্ধ না করলে আমি ওবসে যেতে পারি বলে ধমক দেয়।”
‘নিপীড়কদের’ খুঁজে পেতে সোশ্যাল মিডিয়ার দারস্থ হন প্যারিস। সেই অভিজ্ঞতার বিশদ বিবরণ দিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন তিনি।
এখনও অনেক শিশুর সঙ্গে এমনটা ঘটেছে দাবি করে তিনি বলেন, এই ধরনের বেদনাদায়ক মুহূর্তগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করা গুরুত্বপূর্ণ, যেন তা প্রতিরোধ করা সহজ হয়।