বটতলার ‘ক্রাচের কর্নেল’ মঞ্চে ফিরছে সাড়ে ৩ বছর পর

বটতলার প্রযোজনায় ২০১৬ সালে নাটকটির প্রথম মঞ্চায়নের পর মহামারীর আগ পর্যন্ত ৫১টি প্রদর্শনী হয়েছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 12:42 PM
Updated : 29 May 2023, 12:42 PM

করোনাভাইরাস মহামারীর বিরতি আর নতুন নাটক প্রযোজনায় ব্যস্ত সময় পার করে আবারও ‘ক্রাচের কর্নেল’ নিয়ে মঞ্চে আসছে নাট্য সংগঠন বটতলা।

প্রায় সাড়ে তিন বছর পর আগামী ১ ও ২ জুন নাটকটির ৫২ ও ৫৩তম প্রদর্শনী হবে বলে বটতলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই দুদিন সন্ধ্যা ৭টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর প্রদর্শনী হবে।

বটতলার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাড়ে তিন বছরে তারা আরও তিনটি নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’, ‘রাইজ আ্যন্ড শাইন’ এবং ‘সখী রঙ্গমালা’ মঞ্চে এনেছেন। এবার নিজেদের গুছিয়ে তারা ফিরছে পুরেনো প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’ নিয়ে।

শাহাদুজ্জামানের ‘ইতিহাসনির্ভর’ উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ অবলম্বনে একই নামে এর নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

২০১৬ সালের ডিসেম্বরে এর প্রথম প্রদর্শনী হয়; করোনাভাইরাস মহামারীর আগ পর্যন্ত ৫১টি প্রদর্শনীর আয়োজন হয়েছিল।

সবশেষ প্রদর্শনীর পর দীর্ঘ বিরতি নিয়ে আবারও মঞ্চে ফিরছে ‘ক্রাচের কর্নেল’।

বটতলা বলছে, এই নাটক দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে উন্মোচন করতে চেয়েছে তারা। মূলত নাটকটি অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে।

“না জানা অনেক বিষয়ের বিশ্লেষণাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণই এ নাটকের দর্শকপ্রিয়তার মূল কারণ।”