“অপার আনন্দে আছি। আপাতত এই ভালোলাগা আর ভালোবাসায় ডুবে আছি আমি।“
Published : 20 Nov 2024, 05:50 PM
মেয়ের জন্য পৃথিবীর অন্য সব কাজ ছেড়ে দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা রাণবীর সিং।
এমনকি যাদের ভালোবাসায় টিকে আছেন সেই ভক্ত-অনুরাগীদের ভুলে যেতেও পারেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা।
আনন্দবাজার লিখেছে, মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রাণবীরের নতুন জীবন কেমন লাগছে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অপার আনন্দে আছি। আপাতত এই ভালোলাগা আর ভালোবাসায় ডুবে আছি আমি।“
বাবা হওয়ার অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে ভক্তদের উদ্দেশে অভিনেতা বলেন, “বেশ কয়েকদিন ধরে আমি বাবার ভূমিকায় রয়েছি, আগামীতেও থাকব। তাই এখন তোমাদের সবাইকে ছেড়ে দিতেও প্রস্তুত আছি আমি।”
গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রাণবীর।
এই দম্পতি মেয়ের নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’।
দীপিকার ব্যস্ত সময় যাচ্ছে মেয়েকে নিয়ে। মাঝে ‘সিংহম এগেইন’ সিনেমার ট্রেইইলার প্রকাশ অনুষ্ঠানে দীপিকার আসার কথা থাকলেও, সেখানে তাকে দেখা যায়নি।
শোনা গেছে, মেয়ের জন্য কোনো ন্যানির ব্যবস্থাও করেননি এই তারকা দম্পতি। দীপিকা এবং রাণবীরের সিদ্ধান্ত হল তারা নিজে হাতে মেয়েকে বড় করবেন। এ কাজে বড়জোর তাদের দুই পরিবারের সদস্যরা সঙ্গে থাকতে পারেন।
সম্প্রতি দুয়াকে নিয়ে দীপিকা-রাণবীরকে দেখা গিয়েছে বিমানবন্দরে। দীপিকার কোলে ছিল ছোট্ট দুয়া। আলোকচিত্রীরা দুয়াকে ক্যামেরায় ধরতে না পারলেও তার বাবা-মায়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।