পলিথিন কারখানাগুলোকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
Published : 03 Nov 2024, 09:58 PM
সারা দেশে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ‘১ হাজার ৭০০ কেজি’ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
এর মধ্যে ঢাকার কামরাঙ্গীরচর থেকেই এক ট্রাকে প্রায় ১ হাজার কেজি ও দেশের অন্যান্য স্থান থেকে ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
সেইসঙ্গে অভিযানে পলিথিন কারখানাগুলোকে ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে রোববার পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পলিথিন মজুদ ও বাজারজাত করায় ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬ কারখানাকে জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে। কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে বলে সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২০০২ সালে আইন করে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। তবে দুই দশক বাদে দেশের সব জায়গা পলিথিন ব্যাগে ছেয়ে গেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে অভিযানের কথা জানানো হয়।
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ মন্ত্রণালয়।