নতুন গভর্নরের স্বাক্ষরে আসছে ১০ ও ২০ টাকার নোট

নতুন নোটে নকশায় কোনো বদল হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2022, 07:21 PM
Updated : 14 Sept 2022, 07:21 PM

বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট। নকশায় বদল না ঘটলেও যুক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর।

বাংলাদেশ ব্যাংকের স্বাক্ষরিত মুদ্রাকে ‘ব্যাংক নোট’ বলা হয়। আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখা অফিস থেকে নতুন নোট ছাড়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তাতে বলা হয়, “নতুন ১০ টাকার ও ২০ টাকার নোট বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এটি পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।”

নতুন নোটের বৈশিষ্ট্যের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘‘নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তাবৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে।’’

নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ ও ২০ টাকার অন্যান্য নোটও চালু থাকবে বলে জানানো হয়েছে।