দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে গত মাসে; ৩২৯ কোটি ডলার।
Published : 21 Apr 2025, 09:26 PM
চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৭২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে গত মাসে; ৩২৯ কোটি ডলার। এর মধ্যে প্রথম ১৯ দিনে এসেছিল ২২৫ কোটি ডলার।
২০২৪ সালের মার্চের প্রথম ১৯ দিন রেমিটেন্স এসেছিল ১২৭ কোটি ডলার।
এর আগে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ২০২৪ সালের ডিসেম্বরে; ২৬৪ কোটি ডলার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আসে ২৫৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসছে বেশি। ব্যাংকিং চ্যানেলের সঙ্গে হুন্ডির দামের পার্থক্যও কমে এসেছে। এছাড়া ডলার মার্কেট আগের চেয়ে স্থিতিশীল। এসব কারণে রেমিটেন্স বাড়ছে।”
চলতি বছর জানুয়ারির শেষ দিকে ডলারের দর বাড়তে বাড়তে ১২৮ টাকায় উঠে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো ১২৬ টাকা দরেও রেমিটেন্স কেনে বলে সংবাদমাধ্যমে আসে।
এমন প্রেক্ষাপটে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের দর সর্বোচ্চ ১২২ টাকা ঠিক করে দেয়। তবে ব্যাংকগুলোর জন্য এক টাকা পর্যন্ত বেশি দাম দিয়ে ডলার কেনাবেচার সুযোগ রাখা হয়।
ওই সময় রেমিটেন্স ও রপ্তানিতে সব ব্যাংককে একই দর দেওয়ার মৌখিক নির্দেশ দেন গভর্নর আহসান এইচ মনসুর।
এছাড়া ডলার কেনাবেচায় সর্বোচ্চ ব্যবধান (স্প্রেড) এক টাকা রাখার কথাও বলেন তিনি। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরিমানা করার কথাও বলা হয় তখন।
এ বিষয়ে বেসরকারি ব্যাংকের একজন ট্রেজারি প্রধান বলেন, ডলার দর এখন অনেকটাই স্থিতিশীল। তাই ব্যাংকগুলোর ডলার কেনাবেচায় দাম অনেক বেশি ধরছে না।