অর্থবছরের ৯ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৬ শতাংশের মত।
Published : 01 Apr 2024, 09:53 PM
ঈদের ১০ দিন আগে শেষ হওয়া মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের বছরের একই মাসের চেয়ে ১ দশমিক ২৬ শতাংশ কম এবং গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
২০২৩ সালের মার্চ মাসে ২০২ কোটি ২৪ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। আর এ বছরের ফেব্রুয়ারি মাসে এসেছিল ২১৬ কোটি ডলার। তার আগে জানুয়ারিতে ২১১ কোটি ডলার এবং ডিসেম্বরে ১৯৯ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংক সোমবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতেই রেমিটেন্সে হোঁচট খাওয়ার এ তথ্য এসেছে।
অবশ্য মার্চে রেমিটেন্স কমলেও চলতি অর্থবছরের ৯ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৬ শতাংশের মত।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের নয় মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট ১৭ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন, আর আগের অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১০৩ কোটি ৯১ লাখ ডলার।
সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠান। এবার মার্চের দ্বিতীয় সপ্তাহে রোজা শুরু হয়েছে, ঈদ হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, মার্চে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমলেও এপ্রিলে তা পূরণ হয়ে যাবে।