বিদেশি মুদ্রায় বিনিয়োগে ঋণের সুদহার কমল

বৈদেশিক মুদ্রায় বিনিয়োগে সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 02:16 PM
Updated : 16 August 2022, 02:16 PM

বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে আগের চেয়ে কম সুদে ঋণ নিতে পারবেন তৈরি পোশাকসহ রপ্তানি খাতের উদ্যোক্তারা।

মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বৈদেশিক মুদ্রায় বিনিয়োগে সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, লাইবর রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ হারে বার্ষিক সুদে ব্যবসায়ীদের ঋণ দেওয়া যাবে। আগে এই সুদ হার ছিল সাড়ে ৩ শতাংশ।

লাইবর রেট হচ্ছে- ইংল্যান্ডের কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংককে যে সুদে ঋণ দেয় তার ৩ মাসের হার। বর্তমানে যা এসওএফআর নামে পরিচিত।

নির্দেশনায় বলা হয়, বৈদেশিক মুদ্রায় বিনিয়োগে সংশ্লিষ্ট দেশের মুদ্রার সুদহারের সঙ্গে বার্ষিক সুদ সবোর্চ্চ ৩ শতাংশ যোগ করতে পারবে ব্যাংকগুলো।

এছাড়া ডলারে বিনিয়োগের ক্ষেত্রে লাইবর রেট যতদিন কার্যকর রয়েছে ততদিন তা অনুসরণ করা যাবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মুদ্রার সুদহারকে ‘বেঞ্চমার্ক রেট’ হিসেবে ধরা হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, স্বল্প মেয়াদে ট্রেড ফাইন্যান্সের বেলায় ডলারের ক্ষেত্রে লাইবর রেট (ইংল্যান্ডের আন্তঃব্যাংকের ৩ মাসের গড় সুদহার) অনুসরণ করা যাবে।

এক বছরের জন্য ১৬ অগাস্ট লাইবর রেট ছিল ৩ দশমিক ৯৬ শতাংশ। এরসঙ্গে ৩ শতাংশ সুদ যোগ করলে বিদেশি মুদ্রায় বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদহার যোগ করতে পারবে কোনো ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, একইভাবে ইউরোতে বিনিয়োগে ইউরোবর, পাউন্ডের বেলায় সোনিয়া (স্টারলিং ওভারনাইট ইনডেক্স এভারেজ) এর সুদহারকে রেফারেন্স রেট হিসেবে নিতে হবে।

এর আগে বিদেশি মুদ্রায় আমানত আনতেও সংশ্লিষ্ট দেশের মুদ্রার সুদহারকে বেঞ্চমার্ক ধরা হবে বলে সার্কুলার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার ঋণ দেওয়ার বেলায়ও তা অনুসরণ করা হবে।