“কাউকে গরিব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই,” বলেন তিনি।
Published : 01 Jun 2023, 01:27 PM
পথ যত কঠিনই হোক, ‘সবার জন্য ভালো’ একটি বাজেটই উপহার দিতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, “বাজেটে আমরা উইন উইন সিচুয়েশন চাই। আমিও গরীবের সন্তান ছিলাম। একসময় আমি গরীব ছিলাম। আমি জানি গরীব হওয়াটা কত কষ্টের।
“কাউকে গরীব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই।”
সরকারের বর্তমান মেয়াদের শেষ বছরের বাজেট দেওয়ার জন্য সংসদের উদ্দেশে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার গুলশানের বাসা থেকে বেরিয়ে তিন মিনিটের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে তার এ মন্তব্য আসে।
বিকালে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, যা হবে তার পঞ্চম বাজেট, আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা পঞ্চদশ বাজেট।
এবার যে বাজেট কামাল দিতে যাচ্ছেন, তার আকার সাত লাখ ৬০ হাজার কোটি টাকার মত বলে ধারণা পাওয়া গেছে। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাজেট নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাননি অর্থমন্ত্রী।
তিনি বলেন, “বাজেট আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। আমি একা নিজের জন্য বাজেট দিচ্ছি না। এই বাজেট এই দেশের সব মানুষের, যেখানে আপানারাও আছেন। আমি বিশ্বাস করি, আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে।”
বিশ্বে কঠিন এক সময় যাচ্ছে, অর্থনীতি নানা সংকটে আছে। এর থেকে উত্তরণে বাজেটে কী থাকছে জানতে চাইলে কামাল বলেন, “এই মুহূর্তে বাজেটের কিছু বলা যাবে না। যখন যেটা পরিস্থিতি আসবে, সেটা সামাল দেওয়া হচ্ছে আমাদের কাজ। আর বাজেট ফিক্সড কিছু না। এখানে অনেক এলাকা আছে যেগুলো আমরা সময় মত টেক কেয়ার করতে পারি।”
বাজেটে কী লক্ষ্যমাত্রা অর্জন করতে চান– এমন প্রশ্নে তিনি বলেন, “আগে যা অর্জন করেছি সেটা করেছি। কোভিড মহামারীতে সারা বিশ্ব বসে গেল। আমাদেরকেও বলা হল যে আমরা বসে যাব। কিন্তু আমরা বসে যাইনি। আমরা আমাদের লক্ষ্যমাত্রায় এগিয়ে গেছি। আমি মনে করি এবারও আমরা অর্জন করব। আমরা ঠকব না, হারব না। এবং এদেশের মানুষকে আমরা হারাব না।”
অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে যে জায়গায় দেখতে চেয়েছিলেন, সেই লক্ষ্য কতটা অর্জন করতে পেরেছেন কামাল, তা জানতে চান সাংবাদিকরা।
উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, আমি আমার লক্ষ্যে পৌঁছেছি। আমি মনে করি যে আপানারাও আমার সাথে একমত হবেন।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত মাস আগে এ বাজেটে নির্বাচনী কী থাকছে প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “নির্বাচনকালীন বলতে কী? সব সময়ই নির্বাচনকালীন বাজেট। আমরা সব সময় নির্বাচনকালীন বাজেট করি।”
দরিদ্রদের জন্য বাজেটে কী থাকছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কত বড়! সবকিছু উজাড় করে দিয়ে আমরা এটা সাজিয়েছি।”