এতে টিআইএনের সঠিকতা যাচাইয়ের পাশাপাশি করজালের আওতা ও রাজস্ব বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
Published : 28 Oct 2022, 10:06 PM
তথ্য উপাত্ত যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
এর মাধ্যমে করদাতাদের সঠিক তথ্য নিশ্চিতের পাশাপাশি কর্মকর্তাদের কর আহরণ কার্যক্রমে বেশি স্বচ্ছতা ও গতিশীলতা সুনিশ্চিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।
রাজধানীর সেগুনবাগিচায় বৃহস্পতিবার এনবিআর সম্মেলন কক্ষে এ সমঝোতা স্বাক্ষর হয়।
এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
এনবিআর চেয়ারম্যান জানান, সমঝোতার ফলে সব শ্রেণির নতুন বিদ্যুৎ সংযোগ গ্রহণ এবং পুরাতন সংযোগ বহাল রাখার জন্য করদাতা শনাক্তকরণ সংখ্যার (টিআইএন) সঠিকতা যাচাইয়ের পাশাপাশি করনেট সম্প্রসারণসহ কর নির্ধারণী প্রক্রিয়া সহজ হবে।
এনবিআর মনে করে, ঢাকা শহরে এক বা একাধিক বাড়ি ও ফ্লাটের মালিকের রিটার্ন দাখিলের সক্ষমতা রয়েছে। তবে তাদের অনেকেই রিটার্ন দাখিল করেন না, করনেটের বাইরে রয়েছেন।
এক বা একাধিক বাড়ি কিংবা ফ্ল্যাট মালিকের নামেই ডিপিডিসির মিটার নির্ধারিত থাকে উল্লেখ করে রহমাতুল মুনিম বলেন, “তাই ডিপিডিসির সাথে পারস্পারিক তথ্য বিনিময় হলে করনেট বাড়ার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে। এক্ষেত্রে ইটিআইএন ডাটাবেইজের তথ্য বিনিময় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
“বিশেষ করে কোম্পানি করদাতাদের ধারণাপ্রসূত কর নিরূপণের পরিবর্তে সঠিক তথ্যভিত্তিক কর নিরূপিত হবে। অযাচিত দায় ও হয়রানি কমবে।”
সমঝোতা স্মারকের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বরোপ করে বিদ্যুৎ সচিব হাবিবুর বলেন, ডিপিডিসির দাপ্তরিক কাজের সুবিধার্থে সব ধরনের বিদ্যুৎ গ্রাহকের ইটিআইএন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা ও যাচাইয়ের জন্য এনবিআরের ইটিআইএন ডাটাবেইজের তথ্য বিনিময়ের লক্ষ্যে দু’টো সংস্থার একযোগে কাজ করা এবং পারস্পারিক সহযোগিতার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী।
এনবিআরের পক্ষে সিস্টেম ম্যানেজার ফজলুর রহমান ও ডিপিডিসির পক্ষে উপ সচিব মো. আসাদুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এনবিআর সদস্য মোহাম্মদ জাহিদ হাছান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।