মে মাসে এলপিজির দাম বাড়ল কেজিতে পৌনে ৫ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 11:06 AM
Updated : 2 May 2023, 11:06 AM

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় মে মাসে দেশের বাজারে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম বাড়ল।

কেজিতে ৪ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে এই মাসের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মে মাসের জন্য মূল্য ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন।

নতুন ঘোষণা অনুযায়ী, মে মাসে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের মাস এপ্রিলে এই দাম ছিল ৯৮ টাকা ১৭ পয়সা।

নতুন ঘোষণার মধ্য দিয়ে টানা দুই মাস ধরে ৫ শতাংশ এবং ১৭ শতাংশ হারে কমতে থাকা এলপিজির দাম ৪ দশমিক ৮৩ শতাংশ বাড়ল।

হিসাব করে দেখা যায়, সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে দাম বেড়েছে ৫৭ টাকা।

মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ছিল ১১৭৮ টাকা।

বিইআরসির ঘোষণায় বলা হয়, মে মাসের জন্য সৌদি আরামকো প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন ৫৫৫ ডলার ঘোষণা করেছে। এই দুই উপাদানের মিশ্রণের গড় মূল্যও ৫৫৫ ডলার। আগের মাসে প্রোপেন ও বিউটেনের মিশ্রণের গড় মূল্য ছিল ৫৪৮ দশমিক ৫০ ডলার।

মে মাসে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির নতুন দর হবে প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা, যা আগের মাসে ৯৪ টাকা ৯৪ পয়সা ছিল।

এছাড়া যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাসের দাম হবে ৫৭ টাকা ৫২ পয়সা, যা আগের মাসে ৫৪ টাকা ৯০ পয়সা ছিল।