সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক নিয়মত বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম মানছে না।
Published : 31 Jul 2024, 08:15 PM
ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য ৮ কর্মঘণ্টার মধ্যে ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারটি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বরাবর পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো কী পরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করছে সেই তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু অনেক ব্যাংকই তা না মানছে না। কিছু ব্যাংক বৈদেশিক মুদ্রার হিসাব বিলম্বে দিচ্ছে আবার অনেক ব্যাংক ভুল তথ্য দিচ্ছে।
এতে ব্যালেন্স অব পেমেন্ট হিসাবায়ন এবং মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
এমন পরিস্থিতিতে ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার সঠিক তথ্য লেনদেনের ৮ কর্মঘণ্টার মধ্যে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে রিপোর্টিং বিষয়ে আগের জারি করা সব নির্দেশনা যথারীতি বলবৎ থাকবে এবং পরিপালন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে বলা হয়েছে।