পাচার করা অর্থ ফেরাতে প্রমাণ সংগ্রহেও সহযোগিতার কথা জানিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
Published : 25 Sep 2024, 12:50 AM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সক্ষমতা বাড়োনোর পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলে অর্থ পাচারের দালিলিক প্রমাণাদি সংগ্রহেও সহযোগিতার বিষয়ে দুদকের সঙ্গে আলোচনা করেছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
মঙ্গলবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের এসটিএআর লিড ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিল জোহানেস মারি ভ্যান ডের ডেস ডি উইলেবোইস ও সোফি ডং।
তাদের দেড় ঘণ্টার বৈঠকের বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “পাচার করা সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে কীভাবে তারা সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
“আর্থিক তদন্তের ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তারা এসব ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে তারা জানিয়েছে। কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে আমরা আলোচনা করেছি।
আক্তার হোসেন বলেন, “যেসব দেশে আমাদের অর্থপাচার হয়ে থাকে, সেসব দেশ থেকে দালিলিক প্রমাণাদি সংগ্রহের ক্ষেত্রে কীভাবে তারা আমাদের সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছে, দালিলিক প্রমাণাদি সংগ্রহ করা এক ধরনের চলমান প্রক্রিয়া। সংশ্লিষ্ট দেশের সহযোগিতা ব্যতীত আসলে এ ধরনের প্রমাণাদি সংগ্রহ করা দুরূহ।
“তবে যেসব দেশে অর্থপাচার হয়েছে, পাচার করা অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সমস্ত দেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলে এ বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবে। তারা আমাদের আশ্বস্ত করেছে যোগাযোগ অব্যাহত রেখে আমাদের সহযোগিতা করার বিষয়ে।”