বাংলাদেশ ব্যাংকে চার ডেপুটি গভর্নরকেও অপসারণের দাবি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের।
Published : 11 Aug 2024, 06:15 PM
ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পদে শূন্যতা সৃষ্টি হওয়ায় দৈনন্দিন কাজ কীভাবে চলবে, সে বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, গভর্নরের পদত্যাগের কারণে রোববার থেকে নতুন গভর্নর যোগদানের আগ পর্যন্ত ‘দৈনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে’ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।
“ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন।”
গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতা দেখা দিলে শুক্রবার গভর্নরের পদ ছাড়েন শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া আব্দুর রউফ তালুকদার।
নূরুন নাহারসহ বাংলাদেশ ব্যাংকে বর্তমানে চারজন ডেপুটি গভর্নর রয়েছেন। বাকিরা হলেন- কাজী ছাইদুর রহমান, খুরশীদ আলম ও হাবিবুর রহমান। তাদেরও অপসারণের দাবি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের।
পুরনো খবর